‘সম্ভবত বিষক্রিয়ার কারণে’ মৃত্যু স্বেচ্ছাসেবকের, পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ ওড়াল ভারত বায়োটেক

ঋদ্ধীশ দত্ত |

Jan 10, 2021 | 12:12 AM

পার্শ্বপ্রতিক্রিয়ার দাবি পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। পাল্টা দাবি করে বলা হয়েছে, "সম্ভবত বিষক্রিয়ার কারণে ওই ব্যক্তি মারা গিয়েছেন। এই মৃত্যুর সঙ্গে কোভ্যাকসিনের কোনও সংযোগ নেই।"

সম্ভবত বিষক্রিয়ার কারণে মৃত্যু স্বেচ্ছাসেবকের, পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ ওড়াল ভারত বায়োটেক
ফাইল চিত্র

Follow Us

নয়াদিল্লি: কোভ্যাকসিনের (Covaxin) তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগেই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) জানিয়ে দিল, “টিকার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়নি।” পার্শ্বপ্রতিক্রিয়ার দাবি পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। পাল্টা দাবি করে বলা হয়েছে, “সম্ভবত বিষক্রিয়ার কারণে ওই ব্যক্তি মারা গিয়েছেন। এই মৃত্যুর সঙ্গে কোভ্যাকসিনের কোনও সংযোগ নেই।”

হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এদিন আরও জানায়, “যেহেতু মৃত্যুর বিষয়টি নিয়ে পুলিস তদন্ত করছে, তাই এখনই কোনও সিদ্ধান্তে আসার কোনও কারণ নেই।” ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজে হওয়া ময়নাতদন্তের রিপোর্টের কথা উল্লেখ করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “কার্ডিয়ো রিসেপ্টরি ফেল করে যাওয়ার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়। ময়নাতদন্তে বিষক্রিয়ার কথাও লেখা রয়েছে।” তবে মৃতের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছে ভারত বায়োটেক। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “আমাদের সহানুভূতি মৃতের পরিবারের সঙ্গে রয়েছে।”

আরও পড়ুন: ফাইজ়ারের ভ্যাকসিন নেওয়ার দু’সপ্তাহের মাথায় চিকিৎসকের মৃত্যু! বাড়ছে আশঙ্কা

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন ৪২ বছরের দীপক মারাওয়ই। মধ্যপ্রদেশের পিপলস মেডিক্যাল কলেজে হয়েছিল তাঁর পরীক্ষামূলক টিকাকরণ। তারপরেই ২১ ডিসেম্বর প্রাণ হারান নামে ওই ব্যক্তি। পরিবারের দাবি, ১৭ ডিসেম্বর তাঁর কাঁধে ব্যাথা শুরু হয়। পরবর্তী দু’দিন তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করে। এরপর তাঁর মৃত্যু হয়।

 

Next Article