কোভিড টিকাকরণের গেরোয় আটকে গেল ১৭ জানুয়ারির পোলিও কর্মসূচি

ঋদ্ধীশ দত্ত |

Jan 09, 2021 | 10:25 PM

দেশের সকল প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের কাজে ব্যস্ত থাকলে পোলিও কর্মসূচি কার্যকর হবে কীভাবে। এই কারণ দেখিয়েই আগামী ১৭ জানুয়ারির পোলিও কর্মসূচি বাতিল করেছে কেন্দ্র।

কোভিড টিকাকরণের গেরোয় আটকে গেল ১৭ জানুয়ারির পোলিও কর্মসূচি

Follow Us

কলকাতা: আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) টিকাকরণ। সেই কারণে ১৭ জানুয়ারির পোলিও (Polio) কর্মসূচি বাতিল করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শনিবার এই মর্মে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে পোলিও কর্মসূচি বাতিল করার কথা জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

কোভিড টিকাকরণের প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হবে প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধাদের। দেশের সর্বস্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন ভ্যাকসিন প্রাপকদের তালিকায়। এখানেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুক্তি, দেশের সকল প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের কাজে ব্যস্ত থাকলে পোলিও কর্মসূচি কার্যকর হবে কীভাবে। কেননা দেশের সকল ফ্রন্টলাইন যোদ্ধাদের ভ্যাকসিন দিতে কমপক্ষে তিন-চারদিন সময় লাগবে। বস্তুত, এই কারণ দেখিয়েই আগামী ১৭ জানুয়ারির পোলিও কর্মসূচি বাতিল করেছে কেন্দ্র। স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা দেওয়ার কাজ শেষ হলে তবেই পোলিও’র দিন ধার্য হবে বলে খবর।

যদিও গত ৭ জানুয়ারি রাজ্যগুলির সঙ্গে হওয়া এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এমন কোনও ইঙ্গিত দেননি। ভিডিও কনফারেন্সে তিনি বলেছিলেন, ১৭ জানুয়ারি পোলিও কর্মসূচি রয়েছে। এবং সেটাও খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। তিনি আরও জানান, ভারতে নতুন করে পোলিও’র কোনও কেস না পাওয়া গেলেও প্রতিবেশী দেশে তা এখনও রয়েছে। ফলে এই ক্ষেত্রে কোনও ধরনের ঝুঁকি নেওয়া যাবে না।

আরও পড়ুন: এই দু-তিন মাস যেন ‘স্বাস্থ্যসাথী’র রোগীদের প্রত্যাখ্যান না করা হয়, আবেদন রাজ্যের

এখানেই স্বাস্থ্য মহলের একাংশ প্রশ্ন তুলছেন, মন্ত্রী যখন নিজেই পোলিও কর্মসূচি পালনের উপর জোর দিয়েছিলেন, তখন স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কেন ১৬ জানুয়ারি থেকেই কোভিড ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হচ্ছে? ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া দুদিন পিছিয়ে দিয়েও তো শুরু করা যেত। আচমকা পোলিও কর্মসূচি বাতিল হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগে পড়েছেন কচিকাঁচাদের বাবা-মায়েরাও। যতক্ষণ না পোলিও’র পরবর্তী দিনক্ষণ নির্ধারিত হচ্ছে, ততক্ষণ এ উদ্বেগ কাটার নয়।

আরও পড়ুন: কোভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়ার ৯ দিন পরে মৃত্যু স্বেচ্ছাসেবকের

Next Article