ফাইজ়ারের ভ্যাকসিন নেওয়ার দু’সপ্তাহের মাথায় চিকিৎসকের মৃত্যু! বাড়ছে আশঙ্কা

ফ্লোরিডা: করোনা টিকা (Covid Vaccine) চলে এসেছে বাজারে, আর চিন্তা নেই। যারা এরকম ভাবতে শুরু করে দিয়েছেন তাদের জন্য রয়েছে উদ্বেগের খবর। এবার ফাইজ়ারের কোভিড ভ্যাকসিন (Pfizer’s vaccine) নেওয়ার ঠিক দু’সপ্তাহের মাথায় মৃত্যু হল এক চিকিৎসকের। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে। রক্তের একটি বিরল রোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফাইজ়ার ও […]

ফাইজ়ারের ভ্যাকসিন নেওয়ার দু'সপ্তাহের মাথায় চিকিৎসকের মৃত্যু! বাড়ছে আশঙ্কা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 11:24 PM

ফ্লোরিডা: করোনা টিকা (Covid Vaccine) চলে এসেছে বাজারে, আর চিন্তা নেই। যারা এরকম ভাবতে শুরু করে দিয়েছেন তাদের জন্য রয়েছে উদ্বেগের খবর। এবার ফাইজ়ারের কোভিড ভ্যাকসিন (Pfizer’s vaccine) নেওয়ার ঠিক দু’সপ্তাহের মাথায় মৃত্যু হল এক চিকিৎসকের। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে। রক্তের একটি বিরল রোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ফাইজ়ার ও বায়োএনটেকের যুগ্মভাবে তৈরি ভ্যাকসিনকেই সবার প্রথম প্রয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল মার্কিন সরকার। নতুন বছরের শুরু থেকেই সেখানে টিকাকরণ চলছে পুরোদমে। তার মধ্যেই ভ্যাকসিন নেওয়ার পর প্রথম কোনও মৃত্যুর খবর এল। সূত্রের খবর, মৃত চিকিৎসকের নাম গ্রেগোরি মাইকেল। ৫৬ বছর বয়সী এই ডাক্তার ছিলেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ। মৃত্যুর বিষয়টি কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা হওয়া শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে আমেরিকার ড্রাগ কন্ট্রোল বোর্ড সিডিসি।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের কর্তারা জানিয়েছেন, যতক্ষণ না তদন্তের রিপোর্ট তাঁরা হাতে পাচ্ছেন ততক্ষণ মৃত্যুর সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাবে না। আচমকা এই মৃত্যুর পিছনে ভ্যাকসিনের কোনও প্রভাব ছিল এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে এমন সম্ভাবনাও কেউ উড়িয়ে দিচ্ছেন না। বিষয়টি নিয়ে পৃথকভাবে তদন্ত করছে ফাইজ়ার কর্তৃপক্ষও।

আরও পড়ুন: কোভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়ার ৯ দিন পরে মৃত্যু স্বেচ্ছাসেবকের

প্রসঙ্গত, এদিনই ভারতের ভোপালেও একই ধরনের ঘটনা ঘটেছে। যেখানে কোভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করার ৯ দিন পরেই মৃত্যু হয়েছে এক স্বেচ্ছাসেবকের। ১২ ডিসেম্বর ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন ৪২ বছরের ওই ব্যক্তি। মধ্যপ্রদেশের পিপলস মেডিক্যাল কলেজে হয়েছিল তাঁর পরীক্ষামূলক টিকাকরণ। তারপরেই ২১ ডিসেম্বর প্রাণ হারান দীপক মারাওয়ই নামে ওই ব্যক্তি।