মুজাফ্ফরনগর: বাংলার সন্দেশখালি ইস্যু পৌঁছেছে জাতীয় স্তরেও। সেখানে কৃষকদের জমি জবরদখল, নারী নির্যাতন নিয়ে সরব হয়েছে বিজেপি। এবার সন্দেশখালি ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতেই সন্দেশখালি ইস্যু নিয়ে প্রচার করছে বিজেপি।
দিন কয়েক বাদেই লোকসভা নির্বাচন। তার আগেই মুজাফ্ফরনগর থেকে টিভি ৯ বাংলার মুখোমুখি হয়েছিলেন কৃষক আন্দোলনের অন্যতম মুখ রাকেশ টিকাইত। বাংলার অবস্থা, বিশেষ করে সন্দেশখালি ইস্যু নিয়ে প্রশ্ন করতেই ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, “মমতাকে টার্গেট করতেই সন্দেশখালি নিয়ে প্রচার করছে বিজেপি”। তিনি জানান, বাংলার চা শ্রমিকদের খোঁজ নেবেন।
আসন্ন লোকসভা নির্বাচনে কাকে সমর্থন করছেন, এই প্রশ্ন করা হলে রাকেশ টিকাইত বলেন যে তিনি কাউকেই সমর্থন করছেন না। যাকে ঠিক মনে করবেন, তাকেই ভোট দেবেন।
সন্দেশখালিতে কৃষকদের জমি দখল করে নিচ্ছে তৃণমূল। এমনটাই অভিযোগ। এই নিয়ে রাকেশ টিকাইতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওখানে বিরোধী দল ক্ষমতায় রয়েছে। তাই বিজেপি প্রচার করছে। বাংলা এখন টার্গেট। পঞ্জাব টার্গেট, দিল্লি টার্গেট। যেখানেই বিরোধী দল ক্ষমতায় রয়েছে, সেখানেই তাদের নিশানা করছে বিজেপি। সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। যেদিন মুখ্যমন্ত্রী লিবেরাল হয়ে যাবেন, সেদিন পরিস্থিতিও ঠিক হয়ে যাবে।”