নয়া দিল্লি: লড়াকু বিমানের কম্ব্যাট মিশনের জন্য মহিলা হিসাবে প্রথম নাম উঠেছিল লেফটেন্যান্ট ভাবানা কান্থের (Bhawana Kanth)। আরও একটি পালক সংযুক্ত হল তাঁর মুকুটে। তিনিই প্রথম মহিলা লড়াকু বিমান চালক , যিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মোহনা সিং, অবনী চতুর্বেদির সঙ্গে প্রথম লড়াকু বিমান চালক হিসাবে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ভাবানা।
ভাবানার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। টুইট করে তিনি লিখেছেন, “মহিলাদের নেতৃত্বে নতুন ভোরের সূচনা। লেফনেন্যান্ট ভাবান কান্থ প্রথম মহিলা লড়াকু বিমান চালক যিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যা সমগ্র দেশের জন্য গর্বের মুহূর্ত।”
Marking the dawn of empowered women-led #NewIndia
Flt Lt Bhawana Kanth is set to become the first woman fighter pilot to take part in the Republic Day parade.
Indeed a proud moment for the entire country!@IAF_MCC pic.twitter.com/NqY6bYDtWL
— Dr Harsh Vardhan (@drharshvardhan) January 18, 2021
আরও পড়ুন: টিকা নিতে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীদের একাংশ, ‘হতাশ’ কেন্দ্র
২০১৯ সালের মে মাসে কম্ব্যাট মিশনের জন্য নির্বাচিত হওয়ার সময়ই প্রথম মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন ভাবানা। প্রজাতন্ত্র দিবসে নির্বাচিত হয়ে আরেক ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে তিনি। করোনা মহামারীর ফলে এবারের প্রজাতন্ত্র দিবসে অনেক ক্ষেত্রেই কাঁচি চলেছে। ১৫ বছরের নীচে কেউই অনুষ্ঠানে ঢোকার অনুমতি পাবেন না। কিন্তু বাড়তি পাওনাও রয়েছে। সদ্য দেশে আসা রাফাল উড়বে প্রজাতন্ত্র দিবসের আকাশে।