নয়া দিল্লি: দেশে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম পর্বে করোনা টিকা (COVID vaccine) পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্ত টিকাকরণ ঐচ্ছিক হওয়ায় করোনা টিকা নিচ্ছে না চিকিৎসক মহলের একটা বড় অংশ। যার ফলে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না টিকাকরণের। প্রথম দিন ৩ লক্ষ করোনা ডোজ় দেওয়ার লক্ষ্য থাকলেও টিকা পেয়েছেন ১ লক্ষ ৯১ হাজার স্বাস্থ্যকর্মীরা। করোনা টিকাকরণ চতূর্থ দিনে পড়লেও বাড়ছে না করোনা টিকা নেওয়ার প্রতি স্বাস্থ্যকর্মীদের ঝোক।
স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ করোনা টিকা নিতে চাইছেন না। যার ফলে হতাশ কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগ প্রধান তথা কোভিড টাস্ক ফোর্সের অন্যতম প্রধান ডঃ ভিকে পাল বলেছেন, “অনেক প্রচেষ্টার পর করোনা টিকা তৈরি হয়েছে। যদি আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা করোনা টিকা নিতে অস্বীকার করেন তা হতাশাজনক।”
পাশাপাশি সবাইকে করোনা প্রতিষেধক নেওয়ার আহ্বান জানিয়েছেন নীতি আয়োগ কর্তা। ফের আরও একবার তিনি ভ্যাকসিনের নিরাপত্তায় জোর দিয়ে বলেন, “গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও খবর আসেনি। দুই প্রতিষেধকই নিরাপদ।” তিনি এ-ও জানান, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তাই স্বাস্থ্যকর্মীদের টিকার প্রতি অবহেলা না থাকা উচিত। ভিকে পালের কথা অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা করোনা টিকা নিলে তবেই আমজনতা করোনা টিকা নেওয়ার প্রতি আকৃষ্ট হবে।
আরও পড়ুন: ‘আমায় গুলি করতে পারে, কিন্তু গায়ে হাত দিতে পারে না’, হুঁশিয়ারি রাহুলের
প্রসঙ্গত, সোমবার পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ৩ লক্ষ ৮০ হাজার মানুষ। যার মধ্যে ৫৮০ জনের শরীরে দেখা গিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ জন। যদিও প্রতি ক্ষেত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া সামান্য। টিকা নেওয়ার পর প্রাণ হারিয়েছেন ২ জন। তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক নেই।