Bhopal Case: সাইবার প্রতারণায় উধাও ১ কোটি ২৫ লক্ষ টাকা ফেরাল পুলিশ, ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টও

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 15, 2022 | 12:04 PM

Cyber Crime: সাইবার প্রতারকরা যে অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিল, সেই অ্যাকাউন্ট গুলি ফ্রিজ করে দেওয়ার পর সেখান থেকে টাকা প্রতারিতদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Bhopal Case: সাইবার প্রতারণায় উধাও ১ কোটি ২৫ লক্ষ টাকা ফেরাল পুলিশ, ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টও
সাইবার ক্রাইম। প্রতীকী ছবি।

Follow Us

ভোপাল: শেষ সাড়ে ন’মাসে সাইবার অপরাধের (Cyber Crime) শিকার ব্যক্তিদের প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা হয় ফিরিয়ে দেওয়া হয়েছে অথবা যে অ্যাকাউন্টে সেই টাকা রয়েছে সেই অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে, শুক্রবার ভোপাল পুলিশের সাইবার ক্রাইম আধিকারিকরা এমনটাই জানিয়েছেন।

ভোপাল পুলিশের ডেপুটি কমিশনার অমিত কুমার সাংবাদিকদের জানিয়েছেন ১ জানুয়ারি থেকে ১৪ অক্টোবর অবধি ১ কোটি ২৫ লক্ষটা হয় প্রতারণার শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হয়েছে অথবা প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম আধিকারিকরা জানিয়েছেন, মোট ২৫০ জন সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা খুইয়েছিলেন এবং তাঁরা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছিলেন।

সাইবার প্রতারকরা যে অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিল, সেই অ্যাকাউন্ট গুলি ফ্রিজ করে দেওয়ার পর সেখান থেকে টাকা প্রতারিতদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। ডিসিপি জানিয়েছেন, সাইবার প্রতারকরা তিন ধরনের ব্যক্তিদের নিজেদের নিশানা বানিয়েছিল। যাঁরা সহজে ভয় পেয়ে যায়, যাঁদের মধ্যে অলসতা রয়েছে এবং যাঁদের সহজে বোকা বানানো যায়।

পুলিশের ডিসিপি জানিয়েছেন, সাধারণভাবে ব্যাঙ্কের অফিসারের বেশে প্রতারণার ফাঁদ পাতা হত। এটিএম কার্ড ব্লকের হুমকি, কেওয়াইসি নথি অথবা লেনদের সীমা বৃদ্ধির কথা বলে তাদের ফাঁসানো হত। পুলিশ জানিয়েছে, যে কোনও কাজের জন্য ব্যাঙ্কের শাখাতে যাওয়া সবথেকে ভাল উপায়। এবং কোনও ধরনের অননুমোদিত অ্যাপ্লিকেশন মোবাইলে যেন ডাউনলোড না করা হয় এবং ফোন পাঠানো কোনও অজানা লিঙ্কে যেন ক্লিক না করা হয়।

Next Article