Metro Rail Project: বাতিল হয়ে গেল মেট্রোর চুক্তি, ‘১০ বছর পিছিয়ে গেল শহর’, আক্ষেপ প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Metro Rail Project: প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন ভুবনেশ্বর মেট্রো প্রকল্প তৈরি হলে শহরের চিত্রটাই বদলে যেত। এটা শুধুমাত্র শহরের যানজটই কাটাতো না, একইসঙ্গে শহরের সম্প্রসারণেও কাজ করত।

ভুবনেশ্বর: স্বপ্নভঙ্গ! রাজ্যে এল না মেট্রো। একাধিক রাজ্যের মতো ওড়িশাতেও মেট্রো চালু করার স্বপ্ন ছিল। সেই মতো চুক্তিও হয়েছিল। তবে বর্তমান সরকার বাতিল করে দিয়েছে ভুবনেশ্বর মেট্রো রেল প্রজেক্ট। আর তাতেই ক্ষুব্ধ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ক্ষোভ উগরে তিনি বললেন, ওড়িশার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই সিদ্ধান্ত ভুবনেশ্বরকে ১০ বছর পিছিয়ে দেবে।
ওড়িশার মুখ্যমন্ত্রী থাকাকালীনই মেট্রো রেল প্রকল্প স্বাক্ষর করেছিলেন নবীন পট্টনায়ক। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে এই চুক্তি হয়েছিল। তবে সম্প্রতি নতুন বিজেপি সরকার এই প্রকল্প বাতিল করে দেয়। এরপরই বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে বলেন, “জেনে অবাক হলাম যে বিজেপি শাসিত ওড়িশা সরকার ভুবনেশ্বর মেট্রো রেলের চুক্তি বাতিল করে দিয়েছে। আমাদের স্বপ্ন ছিল ভুবনেশ্বরকে বিশ্ব মানের শহর তৈরি করার। আমরা বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা, আধুনিক পরিবহন, আইটি ইকোসিস্টেম তৈরি করে মন্দির শহরকে বিশ্বমানের শহর তৈরি করার।”
প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন ভুবনেশ্বর মেট্রো প্রকল্প তৈরি হলে শহরের চিত্রটাই বদলে যেত। এটা শুধুমাত্র শহরের যানজটই কাটাতো না, একইসঙ্গে শহরের সম্প্রসারণেও কাজ করত। নবীন পট্টনায়ক বলেন, “ডবল ইঞ্জিন সরকার ওড়িশার মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল করে। সরকারের এই সিদ্ধান্ত শহরকে ১০ বছর পিছিয়ে দেবে।”
যদিও ওড়িশার হাউসিং ও গ্রামোন্নয়ন মন্ত্রী ক্রুশা চন্দ্র মহাপাত্র বলেন যে মাঝি সরকার ভুবনেশ্বরের জন্য মেট্রো প্রকল্পের পরিকল্পনা করছে। তিনি দাবি করেছিলেন যে আগের বিজেডি সরকার কেন্দ্রের কাছ থেকে সাহায্য নেয়নি।

