AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon India: উৎসবের আবহে বড় ঘোষণা, দেড় লাখ মরসুমি কাজের খোঁজ দিচ্ছে অ্যামাজন

Amazon India: ওয়াকিবহাল মহলের মতে প্রতি বছর এই সময়কালের উৎসবের মরসুমে ই-কমার্স সংস্থাগুলি বৃহৎ পরিসরে বিক্রয় শুরু করে। এবার সেই সময়টাকে বেছে নিয়ে কর্মসংস্থানের উপর জোর দিতে চাইছে অ্যামাজন।

Amazon India: উৎসবের আবহে বড় ঘোষণা, দেড় লাখ মরসুমি কাজের খোঁজ দিচ্ছে অ্যামাজন
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 19, 2025 | 6:39 PM
Share

নয়া দিল্লি: সামনেই দুর্গাপুজো, দীপাবলি, ধনতেরাসের মতো একের পর এক উৎসব। আর উৎসবের মরসুমের চাকরির বাজারে বড় ছাপ রাখতে চাইছে অ্যামাজন ইন্ডিয়া। এই উৎসবের আবহে টার্গেট করেই দেড় লাখ মরসুমি কাজের দরজা খুলতে চাইছে অ্যামাজন। ফুলফিলমেন্ট সেন্টার (FC), শর্ট সেন্টার এবং লাস্ট-মাইল ডেলিভারি স্টেশনেই মূলত এই কাজের সুযোগ তৈরি করতে চাইছে। সোমবার সংস্থার তরফে করে দেওয়া হয়েছে বড় ঘোষণা। 

ওয়াকিবহাল মহলের মতে প্রতি বছর এই সময়কালের উৎসবের মরসুমে ই-কমার্স সংস্থাগুলি বৃহৎ পরিসরে বিক্রয় শুরু করে। এবার সেই সময়টাকে বেছে নিয়ে কর্মসংস্থানের উপর জোর দিতে চাইছে অ্যামাজন। ৪০০ শহরের উপর জোর দেওয়া হচ্ছে আলাদা করে। তালিকায় যেমন রয়েছে রায়পুর, জলন্ধর, যোধপুর, রাঁচির মতো শহর। 

এ প্রসঙ্গে ভারত ও অস্ট্রেলিয়ার অ্যামাজনের অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট অভিনব সিং বলছেন, “এই উৎসবের মরশুমে আমরা গোটা ভারতজুড়েই প্রতিটি পরিষেবাযোগ্য পিন কোডে গ্রাহকদের দ্রুত এবং নির্ভরযোগ্য ডেলিভারি করার উপর আলাদা করে জোর দিচ্ছি। এই লক্ষ্যে পৌঁছাতে আমরা অতিরিক্ত দেড় লাখ মানুষের সঙ্গে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। এদের মধ্যে অনেকেই উৎসবের পরেও কাজ চালিয়ে যান।”