Milind Deora Resigns: লোকসভার আগেই বড় ধাক্কা কংগ্রেসের, ইস্তফা দিলেন মিলিন্দ দেওরা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 14, 2024 | 9:56 AM

Congress: বিগত কয়েকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা, যিনি একসময়ে রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি দল থেকে ইস্তফা দিতে পারেন। সেই জল্পনাকে সত্যি করেই এ দিন মিলিন্দ এক্স হ্যান্ডেলে লেখেন, "আমার রাজনৈতিক কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল আজ।"

Milind Deora Resigns: লোকসভার আগেই বড় ধাক্কা কংগ্রেসের, ইস্তফা দিলেন মিলিন্দ দেওরা
মিলিন্দ দেওরা।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা কংগ্রেসে। আরও এক প্রবীণ নেতাকে খোয়াল কংগ্রেস। সমস্ত জল্পনাকে সত্যি করে রবিবার কংগ্রেস থেকে ইস্তফা দিলেন মিলিন্দ দেওরা। এ দিন সকালেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫৫ বছরের সম্পর্ক ছেদ করছেন তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে থাকা শিবসেনায় যোগ দিতে পারেন তিনি।

বিগত কয়েকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা, যিনি একসময়ে রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি দল থেকে ইস্তফা দিতে পারেন। সেই জল্পনাকে সত্যি করেই এ দিন মিলিন্দ এক্স হ্যান্ডেলে লেখেন, “আমার রাজনৈতিক কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল আজ। আমি কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্কের ইতি হল। এত বছর ধরে সমস্ত নেতা, সহকর্মী ও কার্যকর্তাকা যেভাবে আমায় অটুট সমর্থন জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

কংগ্রেসের প্রবীণ নেতা মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা। ২০০৪ ও ২০০৯ সালে তিনি মুম্বই (দক্ষিণ) আসন থেকে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। তবে ২০১৪ ও ২০১৯ সালে শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ান্তের কাছে হেরে যান তিনি।

সূত্রের খবর, আজই একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিতে পারেন মিলিন্দ। শনিবার থেকেই এই জল্পনা শুরু হয়েছিল। যদিও তিনি এটিকে ‘গুজব’ বলেই উড়িয়ে দিয়েছিলেন।

Next Article