Kedarnath Ropeway: মাইলের পর মাইল হাঁটতে হবে না আর, আধ ঘণ্টাতেই করতে পারবেন কেদারনাথ দর্শন

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 05, 2025 | 4:33 PM

Kedarnath: ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে পথের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, কেদারনাথ পর্যন্ত রোপওয়ে তৈরি করতে ৪ হাজার ৮১ কোটি টাকা খরচ হবে।

Kedarnath Ropeway: মাইলের পর মাইল হাঁটতে হবে না আর, আধ ঘণ্টাতেই করতে পারবেন কেদারনাথ দর্শন
এবার রোপওয়েতেই পৌঁছে যাবেন কেদারনাথ।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: মোদী সরকারের বড় সিদ্ধান্ত। বিরাট উপহার উত্তরাখণ্ডকে। কেদারনাথে যাওয়া আরও সহজ হল। এবার আর কেদারনাথ দর্শনের জন্য পাহাড়ি রাস্তা ট্রেক করতে হবে না। রোপওয়েতে চেপেই পৌঁছে যাবেন কেদারনাথে। জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচির অধীনে উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ের অনুমোদন দেওয়া হল।

১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে পথের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, কেদারনাথ পর্যন্ত রোপওয়ে তৈরি করতে ৪ হাজার ৮১ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই রোপওয়ে তৈরি হয়ে গেলে ৮-৯ ঘণ্টার যাত্রাপথ মাত্র ৩৬ মিনিটে পার করা সম্ভব হবে। আধ ঘণ্টাতেই পৌঁছে যাবেন কেদারনাথ।

শুধু কেদারনাথই নয়, উত্তরাখণ্ডের  গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত ১২.৪ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে প্রকল্পের উন্নয়নেরও অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সোনপ্রয়াগ থেকে কেদারনাথের রোপওয়েটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে তৈরি ও চালানো হবে। তৈরি হয়ে গেলে, রোপওয়েতে প্রতিদিন ১৮ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। বিশেষ করে বয়স্ক তীর্থযাত্রীদের জন্য এই রোপওয়ে খুব সুবিধাজনক হবে। আরামে তারা কেদারনাথ দর্শন করতে পারবেন।

কেদারনাথের পাশাপাশি গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব পর্যন্তও ১২.৪ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে প্রকল্প চালু করা হবে। এতে মোট খরচ হবে ২,৭৩০ কোটি ১৩ লক্ষ টাকা। এটি হেমকুণ্ড সাহিবে আগত তীর্থযাত্রীদের এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আগত পর্যটকদের পৌঁছতে সুবিধা করে দেবে।

Next Article