নয়া দিল্লি: দীপাবলিতে ঘরে ফিরছেন বহু মানুষ। দূরপাল্লার ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। রবিবার এই হুড়োহুড়িতেই মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হন ৯ জন। এই ঘটনার পরই বড় সিদ্ধান্ত রেলের। আপাতত মিলবে না প্ল্য়াটফর্ম টিকিট। যাত্রীদের ব্যাপক ভিড়ের কথা মাথায় রেখেই রেলওয়ের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নর্থান রেলওয়ের তরফে জানানো হয়েছে, আপাতত নয়া দিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার ও দিল্লি সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখা হচ্ছে। গাজিয়াবাদ স্টেশনেও প্ল্য়াটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হচ্ছে।
আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। দীপাবলি ও ছট পুজো উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের বিশাল ভিড়ের জন্যই এই সিদ্ধান্ত। তবে প্রবীণ নাগরিক, অজ্ঞ ও মহিলা যাত্রীদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।
উৎসবের মরশুমে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ধরতে ব্যাপক ভিড় হচ্ছে স্টেশনগুলিতে। সে কথা মাথায় রেখে নর্থান রেলওয়ের তরফে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে নয়া দিল্লি ও আনন্দ বিহার স্টেশনে। আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে দুই স্টেশনেই, যেখানে অতিরিক্ত টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এনকোয়ারি কাউন্টার থাকছে। এছাড়া খাবারের স্টল, পানীয় জল ও মোবাইল টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে।
যে ট্রেনগুলিতে সবথেকে বেশি ভিড় হচ্ছে, যেমন বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, সম্পূর্ণা ক্রান্তি এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস, এই ট্রেনগুলিকে আলাদা নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড় করানো হবে। ট্রেন ছাড়ার কমপক্ষে এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে আসতে বলা হয়েছে নর্থান রেলওয়ের তরফে।