Elvish Yadav: সাপের বিষের নেশা করে বিপাকে এলভিস, এবার আটক করল কোটা পুলিশও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 05, 2023 | 7:41 AM

Snake Venom Case: নয়ডায় একটি খামারবাড়িতে অভিযান চালায় উত্তর প্রদেশ পুলিশ। ওই রেভ পার্টি থেকে প্রচুর পরিমাণ মাদকের পাশাপাশি সাপের বিষও উদ্ধার করা হয়। আটটি জ্যান্ত সাপও উদ্ধার করা হয়। পার্টি থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাদের জেরা করেই সামনে আসে এলভিসের নাম। 

Elvish Yadav: সাপের বিষের নেশা করে বিপাকে এলভিস, এবার আটক করল কোটা পুলিশও
এলভিস যাদব।
Image Credit source: Instagram

Follow Us

চলতি সপ্তাহেই গোপন সূত্রে খবর পেয়ে নয়ডায় একটি খামারবাড়িতে অভিযান চালায় উত্তর প্রদেশ পুলিশ। ওই রেভ পার্টি থেকে প্রচুর পরিমাণ মাদকের পাশাপাশি সাপের বিষও উদ্ধার করা হয়। আটটি জ্যান্ত সাপও উদ্ধার করা হয়। পার্টি থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাদের জেরা করেই সামনে আসে এলভিসের নাম।
জানা গিয়েছে, ওই পার্টির আয়োজন করেছিলেন এলভিসই। সাপের বিষও আনা হয়েছিল তাঁর কথাতেই। গলায় ও হাতে সাপ নিয়ে এলভিসের একাধিক ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই পুলিশ এফআইআরে এলভিসের নাম যোগ করে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিগবস ওটিটি বিজেতা।
শনিবার  রাজস্থানের কোটা গ্রামীণ এলাকা থেকে এলভিসকে আটক করে পুলিশ। যদিও পরে জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারের জন্য রাস্তা বন্ধ ছিল। সেই ব্যরিকেডের সামনেই আটকানো হয় একটি গাড়িকে। প্রশ্ন করা হলে, জানানো হয় গাড়িতে এলভিস যাদব রয়েছেন। সঙ্গে সঙ্গে কোটা পুলিশ নয়ডা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপরই আটক করা হয় এলভিসকে। জেরায় যোগ দেয় নয়ডা পুলিশও। কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় এলভিসকে গ্রেফতার করা হয়নি। জেরার পর ছেড়ে দেওয়া হয়।
Next Article