চম্পারণ: বাড়ি থেকেই অবৈধ ভাবে মদ বিক্রি করতেন বাবা। তা নিয়ে আপত্তি ছিল ছেলের। অনেক বার তিনি বাবাকে বলেছিলেন বাড়ি থেকে এই কাজ না করতে। কিন্তু সে কথা শোনেনি। সম্প্রতি মদ বিক্রি নিয়ে বাবা ও ছেলের মধ্যে ফের ঝামেলা হয়েছিল। তখনই ছেলেকে ছুরি মারে বাবা। এর জেরে গুরুতর আহত হয়েছেন ওই যুবক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলার বানজারিয়া থানার অন্তর্গত সিসয়ানিয়া গ্রামে। ছেলেকে ছুরি মারায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যে বিহারে দ নিষিদ্ধ সেখানেই মদ বিক্রি করতেন ৫৫ বছরের ওই ব্যক্তি। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবার ছুরির আঘাতে আহত যুবকের নাম সাজিদ। তাঁর বাবার নাম শেখ ইস্তেকার। ইস্তেকারই বাড়ি থেকে অবৈধ ভাবে মদ বিক্রি করতেন বলে অভিযোগ। যা নিয়েই ছেলের আপত্তি ছিল। এই মদ বিক্রি নিয়েই বাবা-ছেলের ঝামেলা।
মদ বিক্রিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবকের বয়ানও নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ দিন ধরেই মদ বিক্রি করতেন বাড়ি থেকে। সম্প্রতি বিহারের সরণ জেলায় মদ খেয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়। তার পরই বাবাকে মদ বিক্রি বন্ধ করতে চাপ দেন। এর জেরেই ঘটে বিপত্তি। ২০১৬ সালেই বিহারে মদ নিষিদ্ধ করে নীতিশ কুমারের সরকার। এর পর অবৈধ ভাবে মদ বিক্রির জন্য কয়েক হাজার মামলা দায়ের হয়েছে। ১৩ হাজার ২৯৬ টিরও বেশি মামলা দায়ের হয়েছে জানা গিয়েছে।