Bird Flu: করোনা আতঙ্কের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু, হত্যা করা হল ৬ হাজারের বেশি পাখি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 26, 2022 | 12:28 AM

বারক্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Bird Flu: করোনা আতঙ্কের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে বার্ড ফ্লু, হত্যা করা হল ৬ হাজারের বেশি পাখি
ফের বার্ড ফ্লু-র আতঙ্ক কেরলে। ছবি সৌজন্য: এএনআই টুইটার

Follow Us

কোয়াত্তাম, কেরল: একদিকে করোনা, অপরদিকে বার্ড ফ্লু! চিন-সহ সারা বিশ্বে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। যা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লিও। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু। কেরলের কোত্তায়াম জেলায় বার্ড ফ্লু-র প্রকোপ শুরু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে ৬ হাজারের বেশি পাখি হত্যা করা হয়েছে। যা গোটা দেশে উদ্বেগ বাড়াচ্ছে।

কোত্তায়াম জেলা প্রশাসন সূত্রে খবর, কোত্তয়াম জেলার ৩টি পঞ্চায়েত, ভেচুর, নিন্দুর এবং আরপুকারা পঞ্চায়েত এলাকায় শনিবার পর্যন্ত ৬ হাজারের বেশি পাখি হত্যা করা হয়েছে। যার মধ্যে অধিকাংশই হাঁস। জেলা প্রশাসনের দেওয়া বিবৃতি অনুযায়ী, শনিবার পর্যন্ত ভেচুর পঞ্চায়েত এলাকায় ১৩৩টি হাঁস এবং ১৫৬টি মুরগি, নিন্দুরে ২ হাজার ৭৫৩টি হাঁস এবং আরপুকারা পঞ্চায়েত এলাকায় ২ হাজার ৯৭৫টি হাঁস হত্যা করা হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণের জেরেই এই পাখিগুলি হত্যা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

অন্যদিকে, বারক্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে চিকেন সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

প্রসঙ্গত, দেশে গত কয়েক বছর ধরেই বার্ড ফ্লু সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। মূলত দক্ষিণ ভারতের রাজ্যেই প্রথম মাথাচাড়া দিয়ে ওঠে এই সংক্রমণ। মূলত হাঁস, মুরগী সহ পাখিদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। এই সংক্রমণের জেরে পাখিদের যেমন মৃত্যু হয়, তেমনই পাখি থেকে মানুষের দেহেও সংক্রমণ ছড়ায়। মূলত হাঁস ও মুরগীর দেহে বার্ড ফ্লু ভাইরাস সংক্রমিত হয়। বিশেষজ্ঞদের মতে, বার্ড ফ্লু সংক্রমণ ছোঁয়াচে। তাই সংক্রমণ ঠেকাতে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত পাখিগুলি রান্না না করার বার্তা দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

Next Article