পটনা: বিহারের জাতিভিত্তিক সমীক্ষা সংক্রান্ত মামলা এবার গড়াল সুপ্রিম কোর্টে। ওই সমীক্ষার বৈধতা আছে বলে রায় দিয়েছে পটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে বেশ কিছু সংস্থা। আজ সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি। তবে সিনিয়র আইনজীবী সিএস বৈদ্যনাথনের আর্জিতে এদিন শুনানি স্থগিত হয়ে গিয়েছে। বিচারপতি সঞ্জয় খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল এই মামলার শুনানি।
বিহারে জাতিভিত্তিক সমীক্ষা করার সিদ্ধান্ত নেয় নীতিশ কুমার সরকার। সেই মতো সমীক্ষা শুরুও হয়। তবে এই সমীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে অনেক। ১৯৩১ সালের পর আর এই ধরনের সমীক্ষা দেশে হয়নি। ফলে, বাড়ে বিতর্ক। আদালতেও মামলা করেন অনেকে। সব পক্ষের বক্তব্য শোনার পর পটনা হাইকোর্ট রায় দিয়েছে, সঠিকভাবে এই সমীক্ষা করা হলে, তা বৈধ। ১০১ পাতার সেই রায়ে এও উল্লেখ করা হয়েছে যে এই ধরনের সমীক্ষা আসলে পিছিয়ে পড়া শ্রেণিকে চিহ্নিত করার জন্যই করছে বিহার সরকার। তফশিলি জাতি, তফশিলি উপজাতিকে চিহ্নিত করে তাদের উন্নয়নের কাজ করার জন্যই সমীক্ষা চলছে।
পটনা হাইকোর্টের নির্দেশের পর আপাতত আর সমীক্ষায় কোনও বাধা নেই। তবে সেই রায়ের বিরোধিতা করে মামলা হয়েছে শীর্ষ আদালতে। এক সোচ এক প্রয়াস নামে এক সংস্থা মূলত এই মামলা করেছে। এই সংক্রান্ত আরও কয়েকটি মামলা হলেও সবকটি এদিন তালিকাভুক্ত হয়নি। সে কারণেই শুনানি স্থগিত রাখার আবেদন জানান সিনিয়র আইনজীবী সিএস বৈদ্যনাথন। আগামী শুক্রবার ফের শুনানির সম্ভাবনা রয়েছে।
হাইকোর্টের রায় অনুযায়ী, সমীক্ষার ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। চলতি বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই সমীক্ষা। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পঞ্চায়েত থেকে জেলাস্তরে প্রতিটি পরিবারের তথ্য রাখা হচ্ছে এই সমীক্ষার মাধ্যমে।