Delhi Ordinance Bill: এবার রাজ্যসভাতেও পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 07, 2023 | 11:50 PM

Rajya Sabha: গত ৩ অগস্ট লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে পাশ হয়েছে দিল্লি অর্ডিন্যান্স বিল। আর এবার রাজ্যসভার ভোটাভুটিতেও উত্তীর্ণ হল এই বিলটি।

Delhi Ordinance Bill: এবার রাজ্যসভাতেও পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল
রাজ্যসভা
Image Credit source: RSTV

Follow Us

নয়াদিল্লি: লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল, ২০২৩। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ সংসদের উচ্চকক্ষে ভোটাভুটি শুরু হয় দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে। কেন্দ্রের দাবি, দুর্নীতি-মুক্ত প্রশাসনের জন্য এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সোমবার রাজ্যসভায় এমনই দাবি করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এই বিল আগেই পাশ হয়ে গিয়েছে। গত ৩ অগস্ট লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে পাশ হয়েছে দিল্লি অর্ডিন্যান্স বিল। আর এবার রাজ্যসভার ভোটাভুটিতেও উত্তীর্ণ হল এই বিলটি। বিলের পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন সাংসদ। বিপক্ষে ভোট পড়েছে ১০২টি।

রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৪৫। তার মধ্যে বর্তমানে আটটি আসন ফাঁকা রয়েছে, ফলে এই মুহূর্তে রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা ২৩৭। বিলটি রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৯ জন সাংসদের সমর্থনের প্রয়োজন ছিল।

সোমবার রাতে রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রবেশ সাহিব সিং দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়েছেন। বলছেন, ‘এটি দিল্লির সাধারণ মানুষের জয়। প্রশাসনিক কর্তাদের উপর এতদিন অরবিন্দ কেজরীবালের যে ভয়ের পরিবেশ তৈরি হয়ে থাকত, কখন উনি অখুশি হবেন… সেই ভয়ের পরিবেশ এবার শেষ হয়ে গেল।’

একইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালকেও খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য,  ‘মনে হয় আগামী দিনে বিরোধীদের জোটে অরবিন্দ কেজরীবাল আর থাকবেন না। কারণ, উনি একটি উদ্দেশ্য নিয়েই জোটে গিয়েছিলেন। আর সেই উদ্দেশ্যও এবার শেষ হয়ে গেল।’

রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

এদিকে রাজ্যসভার ভোটাভুটিতে দিল্লি অর্ডিন্যান্স বিল পাশ হয়ে যাওয়ার পর মুখ খুলেছেন কেজরীবালও। তাঁর দাবি, দিল্লিবাসীর সমর্থন আম আদমি পার্টির সরকারের সঙ্গে রয়েছে। বিজেপি দিল্লিতে আপ সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন অরবিন্দ কেজরীবাল। বলেছেন, ‘ওরা (বিজেপি) আমাকে মানুষের জন্য কাজ করতে বাধা দিচ্ছে। এবার জনতা ওদের একটা আসনেও জিততে দেবে না।’

Next Article