AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salary Hike: ৮ হাজারের বেতন রাতারাতি হয়ে গেল ১৬ হাজার, ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী

Nitish Kumar: ফিজিক‍্যাল এডুকেশন ও হেলথ ইনস্ট্রাকটরদের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Salary Hike: ৮ হাজারের বেতন রাতারাতি হয়ে গেল ১৬ হাজার, ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী
ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 9:06 AM
Share

পটনা: হাতে আর মাস খানেক সময়। তারপরই বিধানসভা নির্বাচন বিহারে। আর ভোট আসতেই কল্পতরু রূপে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দ্বিগুণ করে দিলেন মিড ডে মিল রাঁধুনীদের বেতন। স্কুলের নিরাপত্তারক্ষী থেকে ফিজিক্য়াল ইনস্ট্রাকটরদের বেতনও একবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে।

বিহার সরকারের তরফে জানানো হয়েছে,  মিড ডে মিলে রাঁধুনীদের বেতন বাড়ানো হচ্ছে। আগে তারা পেতেন ১৬৫০ টাকা, এবার থেকে তারা ৩৩০০ টাকা বেতন পাবেন। স্কুলের নাইট ওয়াচম‍্যানদের বেতনও ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

একইসঙ্গে ফিজিক‍্যাল এডুকেশন ও হেলথ ইনস্ট্রাকটরদের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকালই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশাকর্মী ও মমতা কর্মীদের সাম্মানিক ভাতাও বাড়ানোর ঘোষণা করেছেন। আশাকর্মীদের বেতন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। মমতা কর্মীদের প্রতি ডেলিভারি পিছু ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করে দেওয়া হয়েছে।

গত শনিবার নীতীশ কুমার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাড়ানোরও ঘোষণা করেন। আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসিক ৬০০০ টাকা পেনশন দেওয়া হত, যা বাড়িয়ে ১৫ হাজার টাকা করে দেওয়া হল।  পেনশনভোগী কোনও সাংবাদিক যদি মারা যান, তাহলে তাঁর স্ত্রী আজীবন মাসিক ১০,০০০ টাকা করে পেনশন পাবেন। ২০১৯ সাল থেকে এই পেনশন প্রকল্প শুরু করেছিল বিহার সরকার।