AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পশ্চিমবঙ্গ থেকে এলেই বাধ্যতামূলক করোনা পরীক্ষা, সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া নীতি নীতীশ সরকারের

রাজ্যে যেখানে বর্তমানে পজেটিভিটি রেট ১০ শতাংশের বেশি, সেখানেই বিহারে পজেটিভিটি রেট বিগত একমাসে ১০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩ শতাংশে।

পশ্চিমবঙ্গ থেকে এলেই বাধ্যতামূলক করোনা পরীক্ষা, সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া নীতি নীতীশ সরকারের
ফাইল চিত্র।
| Updated on: May 26, 2021 | 9:54 AM
Share

পটনা: রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই সতর্ক হল প্রতিবেশী রাজ্যগুলি। পশ্চিমবঙ্গ থেকে বিহারে আগত যাত্রীদের জন্য বাধ্যতামূলক করোনা পরীক্ষার নিয়ম জারি করল নীতীশ কুমারের সরকার। মঙ্গলবার বিহার সরকারের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত যাত্রীরাই ট্রেন বা বাসে বিহার আসছেন, তাঁদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক।

মঙ্গলবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই বৈঠকেই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও সেই রাজ্য থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়।

রাজ্যে যেখানে বর্তমানে পজেটিভিটি রেট ১০ শতাংশের বেশি, সেখানেই বিহারে পজেটিভিটি রেট বিগত একমাসে ১০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩ শতাংশে। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী গ্রামাঞ্চলগুলিতে করোনা পরীক্ষার হার বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। এরজন্য আধিকারিকদের বিশেষ নজর দিতেও নির্দেশ দেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ হয়েছে কিনা, তা নিয়ে সমীক্ষার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নির্দেশ দেন ওষুধপত্র সরবরাহ ও বন্টনে যেন কোনও অভাব না দেখা দেয়। একইসঙ্গে করোনায় মৃতদের পরিবারকে শীঘ্রই যাতে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, তা নিশ্চিত করতে বলেন তিনি।

আরও পড়ুন: করোনার প্রকোপে চলতি বছরেই অভিভাবকহীন ৫৭৭ শিশু, সহায়তার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি