পটনা: দুর্ঘটনার কবলে পড়েছে চারচাকা গাড়ি। তার পর সেই গাড়ি ঘিরে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। ওই গাড়ি করে মদ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গাড়ি দুর্ঘটনার কবলে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে মদ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। সেখান উপস্থিত জনতা যে যেমন পেরেছে গাড়ি থেকে মদের বোতল নিয়ে চলে গিয়েছে। এই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়।
২০১৬ সাল থেকে মদ নিষিদ্ধ হয়েছে বিহারে। সে রাজ্যে মদ খাওয়া বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ওই গাড়িতে করে মদ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। তাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়তেই গ্রেফতারি থেকে বাঁচতে পালিয়ে যান গাড়ির চালক। তার পরই স্থানীয়দের মধ্যে মদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়।
AThis Viral video From #Siwan Bihar
liquor bottles being looted from a car in Siwan district of Bihar. A speeding vehicle was stopped by the villagers. The driver left the car out of fear and ran away. #AndhraTrainTragedy #12thFail #DelhiLiquorPolicy #RashidKhan #TejRan Pappu pic.twitter.com/DSuDFtMDsU— Iron Dome 🇮🇳🚩 (@Iron4Dome) October 30, 2023
মদ নিষিদ্ধের ৭ বছর পেরিয়ে গেলেও, বিহারের অনেক অন্য রাজ্য থেকে মদ এনে বিহারে গোপনে পাচার করে এক দল অসাধু। তা রুখতে সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কোন রাজ্য কোন রুট ব্যবহার করে বিহারে মদ ঢোকানোর চেষ্টা চলছে, তা খতিয়ে দেখার নির্দেশ সম্প্রতি দিয়েছিলেন নীতীশ। তার মধ্যেই ঘটল এই ঘটনা।