নয়া দিল্লি: আইফোন এবং অন্যান্য অ্যাপল ডিভাইসগুলি হ্যাক করার চেষ্টা করছে ‘রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকাররা’। বেশ কয়েকজন বিরোধী নেতার কাছে অ্যাপল সংস্থার পাঠানো এই সতর্কবার্তা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। রাহুল গান্ধী, মহুয়া মৈত্রর মতো বিরোধী নেতারা, অ্যাপলের এই সতর্কবার্তার প্রেক্ষিতে সরাসরি সরকারের বিরুদ্ধে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ এনেছে। সরকার অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছে, বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। কেন্দ্রীয়. তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, অ্যাপলের এই সতর্কবার্তা ‘ভুয়ো’। বুধবার (১ নভেম্বর), এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই বিষয়ের নিষ্পত্তির জন্য শিগগিরই অ্যাপল সংস্থার কর্তাদের তলব করতে পারে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে কমিটি। বিষয়টিকে তারা ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ বিবেচনা করছে। এদিনই আবার এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
অ্যাপলের সতর্কতা সম্পর্কে বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে মহুয়া মৈত্র দাবি করেছেন, এর ফলে ‘বিরোধী সাংসদদের সাংবিধানিক স্বাধীনতা’ লঙ্ঘিত হয়েছে। দুই পৃষ্ঠার চিঠিতে, মহুয়া মৈত্র, ২০১৯-২১ সালের পেগাসাস সফ্টওয়্যার ব্যবহার করে নজরদারির কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওই ঘটনার থেকেও অ্যাপলের সতর্কতাকে তাঁকে ‘দ্বিগুণ বিস্মিত’ করেছে। তিনি লিখেছেন, “শুধুমাত্র সরকারি পদে থাকা ব্যক্তিদের কাছে উপলব্ধ সফ্টওয়্যার ব্যবহার করে সরকারের এই বেআইনি নজরদারি, সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার উপর সবথেকে জঘন্য আক্রমণ।” তিনি আরও বলেছেন, গত কয়েক বছর ধরেই বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে। নানা উপায়ে বিরোধী কণ্ঠস্বর চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ওম বিড়লাকে সম্বোধন করে মহুয়া মৈত্র বলেছেন, “স্যার, আপনি, আস্থার রক্ষক। লোকসভার, এবং এর প্রত্যেক সদস্যের অভিভাবক। আমি আপনাকে অবিলম্বে একটি প্রাণবন্ত বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন করে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরবরাহ করার অনুরোধ করছি। আমি বিশ্বাস করি, আপনি নিশ্চই এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আইন, সাংবিধানিক স্বাধীনতা এবং সাংসদ হিসাবে আমাদের অধিকারের এই স্পষ্ট লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি চাইবেন।”
মঙ্গলবার বিরোধী শিবিরের বেশ কয়েকজন নেতার কাছে এই বার্তা পাঠিয়েছিল অ্যাপল সংস্থা। এই নেতাদের মধ্যে আছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস নেতা শশী থারুর, পবন খেরা, কেসি বেনুগোপাল, সুপ্রিয়া শ্রীনাতে, টিএস সিং দেও, ভূপিন্দর সিং হুডা; তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রমুখ।