পটনা: ফের বিষমদে কাণ্ডে মৃত্য়ু বিহারে (Bihar)। বিহারের মোতিহারি জেলায় বিষমদ পান করে গত দু’দিন অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কিছুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবার এই ঘটনায় তদন্তে নেমে ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। আর মোতিহারির একাধিক গ্রাম থেকে বিষমদ উদ্ধার করা হয়েছে।
পূর্ব চাম্পারণের জেলা প্রশাসনের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বিষমদে মৃত্যুর মোতিহারির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। তারপর এই বেআইনি মদ বিক্রির সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তল্লাশিতে প্রায় ৯০ লিটার দেশি মদ ও দেশে তৈরি বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে বিষমদ খেয়ে অসুস্থ হওয়ার খবর আসে বিহারের মোতিহারি জেলা থেকে। প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এখনও হাসপাতালে ভর্তি অনেকে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ড্রাই স্টেট বিহার। এই রাজ্যে আবগারি আইন অনুযায়ী, ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে মদ তৈরি, বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ। আর কেউ এসব কিছু করার সময় ধরা পড়লে তাঁরা আইনের চোখে অপরাধী। তবে মদ্যপান নিষিদ্ধ হলেও বিহারে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা লেগেই থাকে। কিছু মাস আগেও বি। গত ডিসেম্বরেই বিহারের সরণ জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয় প্রায় ৪০ জনের। এই ঘটনার ৪ মাসের মধ্যেই ফের বিষমদ কাণ্ডের বলি একাধিক। এই ঘটনায় মোতিহারির মূলত তুরকৌলিয়া, হরসিদ্ধি, সুগৌলি ও পাহারপুকুর এলাকার গ্রামবাসীদের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়েই হাসপাতালে যায়। এই বিষমদ কাণ্ডে তদন্তও শুরু করেছে শুল্ক দফতর। এবার এই কাণ্ডে পুলিশের হেফাজতে ২০ জন। এই ঘটনায় গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, “আমি আগেও বলেছি মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। যাঁরা এই আইন অমান্য করেছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”