ঘুমের মধ্যে ছোবল সাপের, উল্টে সাপকেই দু’বার কামড়ে দিলেন যুবক! কী হল তারপর?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 05, 2024 | 4:07 PM

Snake Bite: ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতে এসেছিলেন সন্তোষ। লাইনের পাশেই তাঁবু খাটিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ পায়ের মধ্যে মনে হল, কিছু একটা কামড়াল। উঠে দেখলেন, ঘাসের মধ্য়ে দিয়ে চলে যাচ্ছে মস্ত এক সাপ!

ঘুমের মধ্যে ছোবল সাপের, উল্টে সাপকেই দুবার কামড়ে দিলেন যুবক! কী হল তারপর?
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

পটনা: রেললাইন পাতার কাজ চলছিল। সেখানেই ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতে এসেছিলেন সন্তোষ। লাইনের পাশেই তাঁবু খাটিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ পায়ের মধ্যে মনে হল, কিছু একটা কামড়াল। উঠে দেখলেন, ঘাসের মধ্য়ে দিয়ে চলে যাচ্ছে মস্ত এক সাপ! কিছু না ভেবেই দৌড়ে গিয়ে সাপটিকে ধরল যুবক। তারপর…. দু হাত দিয়ে সাপটিকে ধরে কামড়ে দিল যুবক! তাও আবার একবার নয়, পরপর দু’বার।

মারাত্মক ঘটনাটি ঘটেছে বিহারের নওদায়। সন্তোষ লোহার (৩৫) নামের এক যুবককে সাপে কামড়ায়। পাল্টা সাপটিকেই দু’বার কামড়ে দেয় ওই যুবক। কেন এমন কাজ করল? অন্ধ বিশ্বাস রয়েছে, যদি সাপ কামড়ায়, তবে পাল্টা সাপটিকে কামড়ালে বিষ নেমে যায়। চিকিৎসকের কাছে না গিয়ে, ওই যুবক সাপটিকে ধরে দু’বার কামড়ে দেয়। তাঁর কামড়ে মৃত্যু হয় ওই সাপের।

তবে সহকর্মীরা কুসংস্কারে বিশ্বাসী না হওয়ায়, যুবককে নিয়ে তাঁরা ছোটেন রাজাউলি সাব-ডিভিশন হাসপাতালে। সেখানে অ্যান্টি ভেনম দিয়ে তৎক্ষণাত চিকিৎসা হওয়ায়, প্রাণে বেঁচে যান ওই যুবক। পরেরদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

এর আগে, উত্তর প্রদেশের ফতেহপুরে এক ব্যক্তিকে দুইমাসে পাঁচবার সাপ কামড়েছিল। তারপরও দিব্যি বেঁচেছিলেন ওই ব্যক্তি। তাঁকে দেখে অবাক হয়ে যান চিকিৎসকরাও।

Next Article