Bizzare: বাপের বাড়িতে স্ত্রী, দেখা করতে গিয়ে শুনলেন একটা কথা, তারপরই নিজের যৌনাঙ্গ কেটে ফেললেন যুবক

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 22, 2023 | 10:01 AM

Bihar: অনিতা বাপের বাড়ি চলে যান। কিছুদিন বাদে কৃষ্ণ স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য গেলেও, তিনি ফিরতে অস্বীকার করেন। এরপরই তিনি বাড়িতে ফিরে ধারাল একটি বস্তু দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন।

Bizzare: বাপের বাড়িতে স্ত্রী, দেখা করতে গিয়ে শুনলেন একটা কথা, তারপরই নিজের যৌনাঙ্গ কেটে ফেললেন যুবক
গ্রাফিক্স সৌজন্যে: অভীক দেবনাথ

Follow Us

পটনা: কোনও ঝগড়া বা রাগারাগি নয়, হঠাৎ বাপের বাড়ি চলে গিয়েছে স্ত্রী। হাজার অনুনয়-বিনয় করার পরও স্ত্রী কিছুতেই বাড়ি ফিরতে রাজি হননি। একা বাড়িতে থাকার দুঃখ-রাগে নিজের যৌনাঙ্গই কেটে ফেললেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারে (Bihar)। শুক্রবার রাতে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ভর্তি করানো হয় স্থানীয় একটি হাসপাতালে। এমন অদ্ভুত কাজ করার কারণ জানতে চাওয়া হলে, ওই ব্যক্তি জানান, তাঁর স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন কয়েক সপ্তাহ আগে। সেখান থেকে আর ফিরতে না চাওয়াতেই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের মাধেপুরা এলাকার রজনী নয়ানগরে। আহত ওই ব্যক্তির নাম কৃষ্ণ বাসুকি (২৫)। কয়েক বছর আগে অনিতা নামক এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চারটি সন্তানও রয়েছে। তবে কর্মসূত্রে তিনি পঞ্জাবের মান্ডিতে থাকতেন। সম্প্রতি দুই মাস আগে তিনি নিজের বাড়ি রজনী নয়ানগরে আসেন।

এর কিছুদিন পরই তাঁর স্ত্রী অনিতা বাপের বাড়ি চলে যান। কিছুদিন বাদে কৃষ্ণ স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য গেলেও, তিনি ফিরতে অস্বীকার করেন। এরপরই তিনি বাড়িতে ফিরে ধারাল একটি বস্তু দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন। জানা গিয়েছে, ঘটনার সময়ে ওই যুবক বাড়িতে একা ছিলেন। কয়েক ঘণ্টা পর ওই যুবকের আত্মীয়রা বাড়িতে এসে দেখেন, গোটা ঘর রক্তে ভাসছে। তার মাঝখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন ওই যুবক। এরপরই তাঁকে উদ্ধার করে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সূত্রের খবর, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। সেই কারণেই তাঁর স্ত্রী একসঙ্গে থাকতে চাননি। এই কথা জানতে পেরেই নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন ওই যুবক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে বিপদমুক্ত ওই যুবক। তাঁর চিকিৎসা করা হচ্ছে।

Next Article