Bihar CM’s Convoy Attacked : নীতীশ কুমারের কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ

Aug 21, 2022 | 9:33 PM

Bihar CM's Convoy Attacked : রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তবে সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন না তিনি।

Bihar CMs Convoy Attacked : নীতীশ কুমারের কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ
গাড়ির কাচ ভেঙে গিয়েছে (ছবি সৌজন্যে : ANI)

Follow Us

পটনা : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গাড়িতে হামলা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, রবিবার নীতীশের কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়। জানা গিয়েছে, সেই সময় কনভয়ের কোনও গাড়িতেই উপস্থিত ছিলেন না নীতীশ কুমার। পটনা জেলার সোহগিতে এই ঘটনা ঘটে। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি নীতীশের কনভয়ে হামলা চালায়। পাথর হামলায় কনভয়ের গাড়ির কাচ ভেঙে গিয়েছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্য়মের প্রতিবেদব অনুসারে, এক সপ্তাহ আগে নিখোঁজ যুবকের মৃতদেহ বেউর থেকে পাওয়া যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত ছিলেন গ্রামবাসীরা। তাই গৌরিচকের সোহগির কাছে পটনা-গয়া মেইন রোড আটকে রেখেছিলেন। সেই সময়ই নীতীশ কুমারের কনভয় সেই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই দেখে গ্রামবাসীরা হঠাৎই তাঁর কনভয় লক্ষ্য করে পাথর ছোড়েন। এতে তাঁর কনভয়ের গাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার কিছুক্ষণ আগেই আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য ‘শক্তিশালী প্রার্থী’ হতে পারেন নীতীশ কুমার। তবে অবশ্য়ই সব বিরোধী দলের মতামতের কথা তিনি এখানে বলেছেন। এদিকে সম্প্রতি বিহারের অষ্টমবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নীতীশ কুমার। বিধানসভা নির্বাচনের দু’ বছর পরই এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে পুনরায় সরকার গঠন করেন নীতীশ কুমার। এই মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করেন তিনি। আর তাঁর ডেপুটি হন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব।

Next Article