নয়া দিল্লি : বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন রাজ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আম আদমি পার্টি। গত বিধানসভা নির্বাচনের পর পঞ্জাবে ক্ষমতায় আসা সেই বিস্তারের পরিকল্পনারই একটা অংশ। পঞ্জাবের পর আগামী গুজরাটের নির্বাচনের দিকেও নজর দিয়েছে আপ। ইতিমধ্যেই অরবিন্দ কেজরীবাল গুজরাটে পা রেখেছেন। গুজরাটের মানুষের কাছে করেছেন একাধিক প্রতিশ্রুতিও। ২৪-র লোকসভা নির্বাচনের লক্ষ্যে আপ প্রধান যে এখন থেকে কোমর বেঁধেছেন তা বলাই বাহুল্য। বিভিন্ন রাজ্যে আপের ক্ষমতা কায়েম নিয়ে কোথাও প্রধানমন্ত্রীর গদিই লক্ষ্য কি না তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই আবহে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া রবিবার বলেছেন, দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য বিকল্প হয়ে উঠেছেন। তিনি আরও দাবি করেছেন যে, ভারতের নাগরিকরা কেজরীবালকে একবার দেশ চালানোর সুযোগ দিতে চান।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিসোদিয়া বলেছেন, ‘এক মওকা কেজরীবাল কো (কেজরীবালকে একটা সুযোগ) এখন জাতীয় স্তরে আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘সুস্বাস্থ্য, ভাল শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানের কেজরীবাল মডেল জাতীয় স্তরেও গ্রহণ করা উচিত। তবে সেরকম করা হচ্ছে না।’ বর্তমানে আপ বনাম কেন্দ্রের চাপা সংঘর্ষের মধ্যেই এরূপ মন্তব্য করলেন কেজরীবালের ডেপুটি। সম্প্রতি দিল্লির আপ সরকারের আবগারি নীতি নিয়ে সিবিআই-র জেরার মুখে পড়েছেন মণীশ সিসোদিয়া। এই মামলায় তাঁর বাড়িতে ১৪ ঘণ্টার উপরে অভিযান চালিয়েছে সিবিআই। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিছুদিন আগে খয়রাতি প্রসঙ্গে দিল্লি সরকার সহ একাধিক রাজ্যকে বিঁধেছেন। তারপর থেকে সিবিআই ও খয়রাতি নিয়ে কেন্দ্র ও আপের মধ্য়ে রাজনৈতিক আবহাওয়া বেশ গরম।
কেন্দ্র ও আপের বর্তমান চাপা উত্তেজনার মাঝেই মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, সাধারণ নির্বাচনে অরবিন্দ কেজরীবালের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাঁকে থামানোর চেষ্টা করা হচ্ছে। এইখানে বিজেপি, সিবিআই, লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্য সচিব একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আপ কোনও জোটের সঙ্গে যাবে কি না সেই প্রসঙ্গে সিসোদিয়া বলেছেন, ‘যখন মানুষ একসঙ্গে থাকে তখন কোনও জোটের প্রয়োজন পড়ে না।’