AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar SIR: বেছে বেছেই ৬৫ লাখ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে? মুলতুবি প্রস্তাব দিল কংগ্রেস

Congress: কংগ্রেসের অভিযোগ, এই জেলার যে বিধানসভা আসনগুলিতে বিরোধীরা কম মার্জিনে জিতেছে, সেখানেই ভোটারদের বাদ গিয়েছে বেশি।

Bihar SIR: বেছে বেছেই ৬৫ লাখ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে? মুলতুবি প্রস্তাব দিল কংগ্রেস
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 11:38 AM
Share

নয়া দিল্লি: বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর কোনও রাজনৈতিক দল অভিযোগ জানায়নি, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সেখানেই কিন্তু উল্টো সুর কংগ্রেসের মুখে। খসড়া ভোটার তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগ তুলে সংসদে সরব হবার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই মর্মে ইতিমধ্যেই জমা দিয়েছে মুলতবি প্রস্তাব।

কংগ্রেসের অভিযোগ, বিহারের যে জেলাগুলিতে বিধানসভা আসন বিরোধীদের দখলে এবং যে জায়গাগুলি সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে শতাংশের বিচারে বেশি নাম বাদ পড়েছে। গোপালগঞ্জ, পূর্ণিয়া, কিষানগঞ্জ, মধুবনি এবং ভাগলপুরের নাম উল্লেখ করা হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, এই জেলার যে বিধানসভা আসনগুলিতে বিরোধীরা কম মার্জিনে জিতেছে, সেখানেই ভোটারদের বাদ গিয়েছে বেশি।

এই জেলাগুলিতে ভোটার বাদ যাওয়ার হার উল্লেখ করে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে সংসদে। এমনকী, কমিশনের তরফে অবস্থান স্পষ্ট করার পরও তেজস্বী যাদবের নাম বাদ যাওয়ার বিষয়টিও মুলতুবি প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে মোট ৬৫ লাখেরও বেশি মানুষের নাম বাদ গিয়েছে।  তালিকা প্রকাশের পরেরদিনই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেন ভোটার লিস্টে নাম নেই। যদিও পরে নির্বাচন কমিশন লিস্ট তুলে ধরে দেখায় যে সেই লিস্টে তেজস্বী যাদবের নাম রয়েছে।