Child Killed: ৩ সন্তানকে হত্যা করে আত্মঘাতী মহিলা, গ্রেফতার স্বামী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 30, 2023 | 5:26 PM

ওই মহিলা প্রথমে ৩ সন্তানকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছেন। তারপর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

Child Killed: ৩ সন্তানকে হত্যা করে আত্মঘাতী মহিলা, গ্রেফতার স্বামী
প্রতীকী ছবি

Follow Us

গয়া: স্বামীর সঙ্গে অশান্তি চলছিল। তারপর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই ৩ সন্তানকে হত্যা করে আত্মঘাতী হলেন গৃহবধূ। ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে ৪ জনের ঝুলন্ত দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) গয়া জেলায়। স্বামীর উপর রাগ করে, অবসাদগ্রস্ত হয়েই ওই মহিলা সন্তানদের খুন করে নিজে আত্মঘাতী (Suicide) হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত ওই মহিলার নাম মালতী দেবী। গয়া জেলার মগরা এলাকার বাসিন্দা ওই মহিলা ৩ সন্তানকে সিলিং থেকে দলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গয়ার সিটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ (SP) হিমাংশু বলেন, “ওই মহিলা প্রথমে ৩ সন্তানকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছেন। তারপর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ শিশু সহ মালতীদেবীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীর দিকেই অভিযোগের আঙুল উঠছে। মালতীদেবীর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য অশান্তির অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা। স্বামীর অশান্তির জেরেই মালতীদেবী সন্তানদের হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ তাঁদের। ঘটনার তদন্তে মালতীদেবীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসপি হিমাংশু জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই মধ্যপ্রদেশে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় রীণা যাদব নামে এক মহিলা বিউটি পার্লারে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন স্বামীকে। কিন্তু, তাঁর স্বামী বলরাম স্ত্রীর আব্দার মেনে নেননি। এরপর স্বামী বেরিয়ে যেতেই সিলিং থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন রীণা। পরে তাঁর স্বামী বলরাম ঘরে ভিতর ঢুকতেই স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং তিনিই পুলিশকে খবর দেন। তাঁদের বছর ১৫ আগে বিয়ে হয়েছিল এবং স্বামীর উপর অবসাদগ্রস্ত হয়েই ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Next Article