পটনা: ফাঁকা হাইওয়ের রাস্তায় রেষারেষি চলছিল বাইকের। আচমকাই পিছন থেকে ধাক্কা মারল একটি বাস। ধাক্কা লাগতেই বাইকটি ছিটকে ঢুকে গেল বাসের নীচে। ওভাবেই বাসের নীচে আটকে ১০০ মিটার ঘষটাতে ঘষটাতে যায় বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজন আরোহীর। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়া-সিএয়ান হাইওয়েতে।
জানা গিয়েছে, পুলিশদের নিয়ে যাচ্ছিল বাসটি। পাশ থেকেই দ্রুতগতিতে যাচ্ছিল বাইকটি। দেওরিয়া গ্রামের কাছে বাসের সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। ছিটকে বাসের নীচে চলে যায় বাইকটি। বাইকের দুই আরোহী রাস্তার ধারে ছিটকে পড়লেও, চালক বাইক সহ বাসের নীচে আটকে যায়। প্রায় ১০০ মিটার ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে যাওয়া হয় বাইকটিকে। এরপরই বাসের ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। আগুনে পুড়ে যায় বাসের নীচে আটকে থাকা বাইকটি। জীবন্ত অবস্থাতেই পুড়ে যান বাইক চালক।
छपरा-सीवान हाईवे पर आज सुबह पुलिस के जवानों को ले जा रही एक बस की चपेट में आने से तीन बाइक सवारों की मौत हो गई. हादसे के बाद बस के फ्यूल टैंक में विस्फोट होने से बस में भी आग लग गई.#Chapra pic.twitter.com/kNHrHR7FK4
— Kumar Abhishek (@active_abhi) October 12, 2022
বাসে আগুন লাগতেই ভিতরে থাকা পুলিশ কর্মীরা কোনওমতে লাফ দিয়ে বাস থেকে নামেন। জানা গিয়েছে, বাসটি সীতাবদাড়িয়া থেকে আসছিল। প্রয়াত রাজনৈতিক নেতা জয়প্রকাশ নায়ারণের ১২০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষেই গিয়েছিলেন পুলিশকর্মীরা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনাটির ভিডিয়ো রেকর্ড ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হঠাৎ বিস্ফোরণ হল বাসে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই দাউদাউ করে আগুন ধরে যায় বাসটিতে। নীচে আটকে থাকা বাইকটিতেও আগুন ধরে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর। এরমধ্যে বাইক চালক অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান। বাসে আগুন লাগলেও, পুলিশকর্মীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কয়েকজন পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন।