পটনা: দলীয় কর্মীদের দাবি ছিল, ভোজ খাওায়াতে হবে। সেই দাবি মেনেই মাংস-ভাত খাওয়ানোর আয়োজন করেছিলেন। কিন্তু সেই মাংস-ভাত খাওয়া নিয়েই তৈরি হল বিতর্ক। কারণ, দলীয় কর্মীদের মাংস-ভাত খাওয়ানোর পরই বিরোধী দল অভিযোগ করল, রাস্তাঘাট থেকে উধাও হয়ে গিয়েছে পথ-কুকুর (Street Dogs)। তাহলে কি পাঠার মাংস-ভাত খাওয়ানোর বদলে কুকুরের মাংস খাইয়ে দেওয়া হল দলীয় কর্মীদের? অন্তত এমনটাই দাবি বিহারের বিজেপি নেতার (BJP Leader)। সম্প্রতিই বিহারের জনতা দল (ইউনাইটেড)-র (Janata Dal United) সভাপতি ললন সিং (Lalan Singh) মুঙ্গেরে দলীয় কর্মীদের জন্য মাংস-ভাত খাওয়ানোর আয়োজন করেছিলেন। ওই ভোজ শেষ হওয়ার পরই বিহারের বিজেপি নেতা বিজয় কুমার (Vijay Kumar) অভিযোগ করলেন যে জেডিইউ নেতার আয়োজিত করা ভোজের পর থেকে ওই অঞ্চলের পথ কুকুর উধাও হয়ে গিয়েছে। তার এই দাবি ঘিরেই জল্পনা তৈরি হয়েছে।
বিজেপি নেতার দাবি, জেডিইউ সভাপতি ভোজের আয়োজন করার পর থেকে শহরের প্রায় শতাধিক কুকুর উধাও হয়ে গিয়েছে। দুই ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনও যোগসূত্র রয়েছে বলে তিনি দাবি করেন। বিজেপি নেতার আরও দাবি, জেডিইউ কর্মী-সমর্থকদের জন্য আয়োজন করা ওই ভোজ ঘিরে বিশাল অশান্তির সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষও ভোজের খাবার খেতে হাজির হওয়ায় বচসা বেধে যায়, এমনকী লাঠালাঠিও হয় বলে অভিযোগ।
বিজয় কুমার নামক বিহারের ওই বিজেপি নেতা বলেন, “বিষয়টি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ আমায় জানিয়েছেন যে শহর থেকে হঠাৎ কুকুর উধাও হয়ে গিয়েছে। পাঠার মাংস ও ভাত খাওয়ানোর বদলে, কুকুরের মাংস হাজার হাজার কর্মী-সমর্থকদের খাওয়ানো হয়েছে। এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এর থেকে কী রোগ ছড়িয়ে পড়বে, কে জানে। ওই ভোজে মদ পরিবেশন করা হয়েছিল কিনা, তাও তদন্ত করে দেখা উচিত।”
তিনি আরও বলেন, ” সবাইকে পরীক্ষা করা উচিত। ওই ভোজে যারা সামিল হয়েছিলেন, তারা মদ খেয়েছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হোক”। এরপরে বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহাও জেডিইউ কর্মীদের মাংস-ভাত খাওয়ানো নিয়ে প্রশ্ন তোলেন এবং তদন্তের দাবি করেন।
এদিকে, বিজেপির অভিযোগ করতেই জেডি(ইউ)-র তরফে বিজয় কুমার সিনহাকে মানসিকভাবে অসুস্থ বলে অ্যাখ্যা দেওয়া হয়। জেডি(ইউ)-র মুখপাত্র অভিষেক ঝা বলেন, বিজয় কুমার সিনহার উচিত তিনি নিজের আয়োজন করা ভোজে কোন মাংস পরিবেশন করেন।