মাদুরাই: সামনে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রকাশ হয়ে গিয়েছে দিয়েছে ভোটের নির্ঘণ্ট। বঙ্গ তো বটেই, আরও ৪ রাজ্যে গেরুয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে মরিয়া বিজেপি (BJP)। একের পর এক ভোটমুখী রাজ্যে আনাগোনা লেগেই রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। তামিলনাড়ু নির্বাচনে (Tamil Nadu Assembly Election 2021) এআইএডিএমকের সঙ্গে জোট করেছে পদ্ম শিবির। আর সেই জোটের প্রচারে গিয়ে প্যাম্ফলেট বিলি করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কন্যাকুমারীতে দাঁড়িয়ে সাফ জানিয়ে এলেন সরকার গড়বে বিজেপি জোটই।
তামিলনাড়ুতে জয় ললিতার মৃত্যুর পর এ বারই প্রথম নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, কড়া পরীক্ষার মুখে পড়তে হবে স্তালিন ও পালানিস্বামীকে। তামিলনাড়ুতে এ বারের লড়াই মূলত দ্বিমুখী। জোর লড়াই এআইডিএমকে জোট ও ডিএমকে জোটের। তবে ময়দানে রয়েছে কমল হাসানের এমএনএম জোটও। আসন রফা কার্যত সম্পূর্ণ। এআইডিএমকে জোটে ২০ টি আসন পাচ্ছে বিজেপি। ডিএমকে জোটেও কংগ্রেসের ঝুলিতে ২৫টি আসন।
তামিলনাড়ুতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে কন্যাকুমারী জেলার সুচিন্দগ্রামে ‘ডোর-টু-ডোর’ প্রচার শুরু করেন শাহ। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের হাতে বিলিয়ে দেন নির্বাচনী প্যাম্ফলেট। অমিত শাহর সঙ্গে প্রচারে ছিলেন কন্য়াকুমারী লোকসভার উপ নির্বাচনের প্রার্থী পন রাধাকৃষ্ণনও। সেখানে শাহ বলেন, “লোকসভায় বিজেপি প্রার্থীকে পাঠানো এলাকার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এরপরই প্রত্যয়ী অমিত শাহর হুঙ্কার আগামী নির্বাচনে তামিলনাড়ুতে সরকার গড়বে এআইডিএমকে-বিজেপি জোটই।
আরও পড়ুন: ‘মনে করোনাভীতিই নেই’, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন কেন্দ্র