Rajya Sabha Election: রাজ্যসভায় বিজেপির ১৪ প্রার্থীর তালিকা প্রকাশ, শমীক ছাড়া আর কারা রয়েছেন…

Sukla Bhattacharjee |

Feb 12, 2024 | 11:22 AM

BJP Candidates list: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় নির্বাচন। মোট ১৫টি রাজ্যের ৫৬টি আসনে নির্বাচন হবে। ইতিমধ্যে তৃণমূলের তরফে প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বিশেষ চমক হল বিশিষ্ট সাংবাদিক সাগরিক ঘোষ। এদিনই তিনি তৃণমূলে যোগ দেন এবং তারপরই রাজ্যসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা করে ঘাস-ফুল শিবির।

Rajya Sabha Election: রাজ্যসভায় বিজেপির ১৪ প্রার্থীর তালিকা প্রকাশ, শমীক ছাড়া আর কারা রয়েছেন...
রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন আরপিএন সিং ও শমীক ভট্টাচার্য।

Follow Us

নয়া দিল্লি: চলতি মাসেই রাজ্যসভার নির্বাচন। রাজ্যসভার নির্বাচনের জন্য রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মোট ১৪টি আসনের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বাংলা থেকে রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এছাড়া তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বর্তমান সাংসদও।

রাজ্যসভায় পাঠানোর জন্য এদিন বিজেপি মোট ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ছত্তীসগঢ়, হরিয়ানা, কর্নাটক, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রার্থী রয়েছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপির রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় যেমন রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস থেকে বিজেপিতে আসা আরপিএন সিং, বিদায়ী সাংসদ সুধাংশু ত্রিবেদী। এঁরা উত্তর প্রদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন। এছাড়া উত্তর প্রদেশের প্রতিনিধি হিসাবে প্রার্থী তালিকায় থাকছেন চৌধুরী তেজবীর সিং, সাধনা সিং, অমরপাল মৌর্য, সঙ্গীতা বলবন্ত এবং নবীন জৈন।

আবার উত্তরাখণ্ড থেকে প্রার্থী তালিকায় যাচ্ছেন রাজ্য বিজেপির ইউনিট প্রেসিডেন্ট মহেন্দ্র ভাট। তবে এই রাজ্যের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র অনিল বালুনি এবার টিকিট পাননি। অন্যদিকে, কর্নাটকের বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে এবারে আর পাঠানো হচ্ছে না। তাঁর বদলে রাজ্যসভায় পাঠানো হচ্ছে নারায়ণ কৃশানাসা ভান্দাগেকে।

অন্যদিকে, বিহারের তরফে রয়েছেন ভিম সিং এবং ধর্মেশীলা সিং। প্রবীণ নেতা সুশীল কুমার মোদীর নাম জল্পনায় থাকলেও শেষ পর্যন্ত তাঁকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে না। ছত্তীসগঢ় থেকে পাঠানো হচ্ছে রাজা দেবেন্দ্র প্রতাপ সিংকে। হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুভাষ বার্লাকে।

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় নির্বাচন। মোট ১৫টি রাজ্যের ৫৬টি আসনে নির্বাচন হবে। ইতিমধ্যে তৃণমূলের তরফে প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বিশেষ চমক হল বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ। এদিনই তিনি তৃণমূলে যোগ দেন এবং তারপরই রাজ্যসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা করে ঘাস-ফুল শিবির।

Next Article