Mizoram: ‘তৈরি করব মার্ভেলাস মিজোরাম’ , উত্তর-পূর্বের রাজ্যকে বার্তা মোদীর
PM Modi marvellous Mizoram message: মার্ভেলাস মিজোরাম গঠনের জন্য, রাজ্যের জনগণের সমর্থন ও আশীর্বাদ চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর কাছে উত্তর-পূর্বের রাজ্যের বাসিন্দারা তাঁর পরিবারের সদস্যের মতো। রেলওয়ে নেটওয়ার্ক, স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়াক্ষেত্রের মতো বিভিন্ন ক্ষেত্রে মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি।

আইজল: ‘মার্ভেলাস মিজোরাম’ তৈরি করবে বিজেপি। রবিবার (৫ নভেম্বর), ছিল মিজোরাম বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। এদিনই, রাজ্যের জনগণের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্ভেলাস মিজোরাম গঠনের জন্য, রাজ্যের জনগণের সমর্থন ও আশীর্বাদ চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর কাছে উত্তর-পূর্বের রাজ্যের বাসিন্দারা তাঁর পরিবারের সদস্যের মতো। রেলওয়ে নেটওয়ার্ক, স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়াক্ষেত্রের মতো বিভিন্ন ক্ষেত্রে মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগালে, এই রাজ্য একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে, তার জন্য মিজোরামের পরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা আপনাদের আকাঙ্খা, স্বপ্ন এবং প্রয়োজনীয়তা পূরণকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। বন্ধুরা, বিজেপি একটি অসাধারণ মিজোরাম তৈরি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত এর জন্য আমরা আপনাদের সমর্থন এবং আশীর্বাদ পাব। এর আগে মিজোরাম সফরে গিয়ে আমি, পরিবহণের মাধ্যমে রাজ্যকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারপর থেকে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে।”
Together, we will fulfil the dream of a marvellous Mizoram!
My message to the wonderful people of Mizoram.https://t.co/Poodx5b4Kd
— Narendra Modi (@narendramodi) November 5, 2023
তিনি আরও জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে মিজোরামের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ করা হবে। ফলে, চিকিত্সার জন্য রাজ্যবাসীকে আর অন্য কোথাও যেতে হবে না। কৃষকদেরই রাজ্যের উন্নয়নের ভিত্তি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্যের ১.৭ লক্ষ কৃষক সরাসরি তাদের অ্যাকাউন্টে অকর্থ সহায়তা পাচ্ছেন।” খেলাধুলার জগতে ভারতের উত্থানের পিছনে মিজোরাম-সহ উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। তাই, মিজোরাম-সহ সামগ্রিকভাবে এই অঞ্চলে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি।
এর আগে ৩০ অক্টোবর মিজোরাম সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। মিজোরামের মামি শহরে একটি নির্বাচনী জনসভা করার কথা ছিল তাঁর। কিন্তু, তাঁর সেই সফর বাতিল হয়। কেন বাতিল হল সেই সভা? কোনও কারণ জানানো হয়নি। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় ভোটগ্রহণ করা হবে ৭ নভেম্বর। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।
