নয়া দিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর। বিজেপি সাংসদকে ধাক্কা মারার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। বৃহস্পতিবারই বিকেলে রাহুল গান্ধীর নামে এফআইআর দায়ের করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। কী কী ধারায় অভিযোগ জানানো হয়েছে রাহুলের বিরুদ্ধে? অভিযোগ প্রমাণ হলে কী শাস্তিই বা হতে পারে সাংসদের?
বৃহস্পতিবার সংসদের মকর দ্বারে মুখোমুখি বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি ও কংগ্রেস। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিড়ি থেকে পড়ে আহত হন বিজেপির দুই সাংসদ। অভিযোগ ওঠে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন। এরপরই পার্লামেন্ট পুলিশ স্ট্রিট পুলিশ স্টেশনে এফআইআর করতে যান বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। পাল্টা কিছুক্ষণ পর কংগ্রেসও গিয়ে এফআইআর করে।
পুলিশ সূত্রে খবর, ধাক্কাধাক্কির অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ সংসদের সিসিটিভি ফুটেজ চাইবে। তলব করা হতে পারে রাহুল গান্ধীকেও। জানা গিয়েছে, খুনের চেষ্টা সহ ভারতীয় ন্যয় সংহিতার একাধিক ধারায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে পুলিশ ভারতীয় ন্যয় সংহিতার ১০৯ ধারা (খুনের চেষ্টা) সরিয়ে দেয়। বিএনএসের ১১৫, ১১৭, ১২৫, ১৩১ ও ৩৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে রাহুলের বিরুদ্ধে।
ভারতীয় ন্যয় সংহিতার ১১৫ ধারা: ইচ্ছাকৃতভাবে আঘাত করলে ১১৫ ধারায় অভিযোগ জানানো হয়। এটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
১১৭ ধারা: ইচ্ছাকৃতভাবে কাউকে গুরুতর আঘাত করলে ১১৭ ধারায় মামলা হয়। এটি জামিন অযোগ্য ধারা। তবে কম গুরুতর আঘাতের ক্ষেত্রে জামিন দেওয়া যেতে পারে। এই ধারায় সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানাও করা হতে পারে।
১২৫ ধারা: এই ধারার অধীনে কোনও ব্যক্তির জীবন বা ব্যক্তিগত নিরাপত্তাকে বিপন্ন করে এমন কাজগুলিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কোনও ব্যক্তির শারীরিক বা মানসিক ক্ষতির হুমকি দিলে, ৬ মাসের সাজা ও ২৫০০ টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি আহত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে।
১৩১ ধারা: অপরাধমূলক হুমকি এবং হামলার ক্ষেত্রে ভারতীয় ন্যয় সংহিতার ১৩১ ধারায় মামলা দায়ের করা হয়।কাউকে জোরে ধাক্কা দেওয়া, কাউকে আঘাত করা, হুমকি দেওয়ার ক্ষেত্রে এই ধারায় অভিযোগ জানানো হয়। এতে দোষী সাব্যস্ত হলে ৩ মাসের জেল বা ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজাই হতে পারে।
৩৫১ ধারা: ভীতি প্রদর্শন, শারীরিক ক্ষতি করার হুমকি, অঙ্গভঙ্গি করার ক্ষেত্রে এই ধারায় মামলা দায়ের করা হয়। দোষী সাব্যস্ত হলে ২ বছরের জেল, জরিমানা বা উভয় সাজা হতে পারে।
৩(৫) ধারা: এই ধারার অধীনে, একাধিক ব্যক্তি যখন একসঙ্গে অপরাধমূলক কাজ করে, তখন একজন ব্যক্তির করা আঘাত বা অপরাধের জন্য সকলকে দোষী সাব্যস্ত করা হয়।