নয়া দিল্লি: বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করলেন আপ আদমি পার্টি (Aam Admi Party) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) কেজরীবালের দাবি, পঞ্জাবের আপ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আম আদমি পার্টির ১০ বিধায়ককে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। কেজরীবাল বলেন, “পঞ্জাবে আমাদের ১০ জন বিধায়ককে বিজেপির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক কিনে সরকার ভাঙার চেষ্টা করছে।” সম্প্রতি বিজেপির বিরুদ্ধে দিল্লির বিধায়কদের ওপর ‘অপারেশন লোটাস’ চালানোর অভিযোগ তুলেছিলেন অরবিন্দ কেজরীবাল। আপের অভিযোগ, বিজেপি দিল্লি সরকার ভাঙানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে এখন পঞ্জাবের ওপর বাড়তি নজর দিচ্ছে।
চলতি বছরই কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে পঞ্জাবে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। ভগবন্ত সিং মানকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। পঞ্জাবের মন্ত্রী হরপাল চিমা অভিযোগ জানিয়েছেন, আপ বিধায়কদের দিল্লিতে এসে বড় বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়েছে এবং দল পরিবর্তনের কথা বলা হয়েছে। বিরোধীদলগুলি বরাবর অ-বিজেপি শাসিত রাজ্যে বিধায়কদের দল পরিবর্তন করার জন্য বিজেপির বিরুদ্ধে ‘অপারেশন লোটাস’ চালানোর অভিযোগ জানিয়েছে। চলতি মাসে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল কেজরীবালের দল। আপের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সংস্থা গুলিকে ব্যবহার করে দিল্লির বিধায়কদের নগদ ২০ কোটি টাকা দেওয়ার বিনিময়ে দল পরিবর্তনের প্রস্তাব দেওয়া হচ্ছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চিমার মুখে একই অভিযোগ শোনা গিয়েছে। সাংবাদিক বৈঠকে চিমা বলেন, “দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ২৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কর্নাটকে অপারেশন লোটাস সফল হতে পারে, কিন্তু দিল্লিতে তা ব্যর্থ হয়েছে। পঞ্জাবে সরকার পরিবর্তনের জন্য বিধায়কদের টাকা পাশাপাশি পদোন্নতির প্রলোভনও দেওয়া হয়েছে।” চিমা জানিয়েছেন, সেরাজ্যের আপ বিধায়কদের কাছে ভগবন্ত সিং মান সরকারকে ফেলে দেওয়ার প্রস্তাব দিয়ে ফোন করা হচ্ছে। যদিও আম আদমি পার্টির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতা সুভাষ শর্মা এই প্রসঙ্গে বলেন, “পঞ্জাব সরকার ফেলে দেওয়া নিয়ে চিমার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেজরীবালের হস্তক্ষেপের কারণে দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।”