Sonali Phogat Demise : হৃদরোগে আক্রান্ত, প্রয়াত বিজেপির তারকা নেত্রী সোনালি ফোগাট

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 23, 2022 | 2:28 PM

Sonali Phogat Demise : গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজেপির তারকা নেত্রী সোনালি ফোগাট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। শোকের ছায়া তাঁর অনুরাগীদের মধ্যে।

Sonali Phogat Demise : হৃদরোগে আক্রান্ত, প্রয়াত বিজেপির তারকা নেত্রী সোনালি ফোগাট
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

Follow Us

পানাজি : মারা গেলেন হরিয়ানার বিজেপি নেত্রী ও বিগ বস খ্যাত অভিনেত্রী সোনালি ফোগাট। সোমবার রাতেই গোয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সহকর্মীদের নিয়ে তিনি সম্প্রতি গোয়ায় গিয়েছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে সোনালির মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার পরিজন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। টিক-টক তারকা হিসেবে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন অভিনেত্রী। তাঁর অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে তাঁর অনুরাগীদের মধ্যে।

হরিয়ানার ফতেহবাদের ভুথান গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সোনালির। সেখানেই তাঁর বেড়ে ওঠা। চিনা অ্যাপ টিকটকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। অভিনয় জীবনের বাইরে বেরিয়ে পা রাখেন রাজনীতিতেও। রাজনীতিতে ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করছিলেন নেত্রী। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোনালি। হরিয়ানার আদমপুর বিধানসভা আসনে কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। তবে কুলদীপের কাছে হেরে যান তিনি। সম্প্রতি তাঁর সেই প্রতিদ্বন্দ্বীই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি অভিনয় জগতেও বেশ সুনাম কুড়িয়েছিলেন সোনালি ফোগাট। ২০২০ সালের বিগ বস ১৪ তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ঢুকেছিলেন। টিকটকেও তাঁর অনুগামীদের সংখ্য়া অনেক। তিনি টেলিভিশনে প্রথম পা রাখেন ২০০৬ সালে। দূরদর্শনে সেই সময় হরিণাভি নামের শোয়ে সঞ্চালনা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘দ্য় স্টোরি অব বদমাশগড়’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। গতরাতে মৃত্যুর আগে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন। মহম্মদ রফির ‘রুখ সে জারা নিকাব তো হাটা দো মেরে হাজু়র..’ গানে তাঁকে গোলাপী ওড়না মাথায় পরে দেখা যায়। তিনি টুইটার অ্য়াকাউন্টে একই পোশাক পরে প্রোফাইল ছবি বদলে দেন।

Next Article