নয়া দিল্লি: দোলের রাতেই ইডি-র তত্ত্বাবধানে দিল্লিতে পৌঁছবেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আর তাই আসানসোল থেকে দিল্লি, আনন্দে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। অনুব্রতর দিল্লি যাত্রা নিশ্চিত হতেই দিল্লির রাজপথে নেমে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। শুধু রাস্তায় বিলি করা নয়, তিহাড় জেলে ‘কাকু’-র কাছেও গুড় বাতাসা পাঠাবেন বলে জানালেন একদা অনুব্রতর ভাইপো।
এদিন অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিশ্চিত হওয়ার পর থেকেই উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। যেন এবারের দোল তাঁদের কাছে আরও রঙিন হয়ে উঠেছে। আর বিজেপি নেতা-কর্মীদের দোল খেলা শেষে এদিন দুপুরের পর গুড়-বাতাসা বিলি করতে রাস্তায় নেমে পড়েন অনুপম। দেখা যায়, নীল পাজামার উপর গলায় গেরুয়া উড়নি দিয়ে, কপালে আবীরের তিলক কেটে, হাতে একটি মাটির সরায় করে গুড়-বাতাসা বিলি করছেন বিজেপির সর্বভারতীয় এই সম্পাদক। অনুব্রতর যে তিহাড় জেলে ঠাঁই হবে, তা একপ্রকার নিশ্চিত। তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম হাজরা জানান, তিহাড় জেলেও অনুব্রতর কাছে গুড়-বাতাসা পাঠাবেন তিনি। বলা যায়, একেবারে অনুব্রতর সুরেই তাঁকে খোঁচা দিচ্ছেন একদা অনুব্রত-ঘনিষ্ঠ অনুপম।
শুধু গুড়-বাতাসা নয়, অনুব্রতর জনপ্রিয় ডায়ালগ চড়াম-চড়াম নিয়েও খোঁচা দিতে ছাড়েননি এই বিজেপি নেতা। দিল্লির রাজপথে গুড়-বাতাসা বিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যদি উনি (অনুব্রত মণ্ডল) রাজসাক্ষী হয়ে যান তাহলে ওঁর জন্য ভাল। তবে ওঁর পিঠে চড়াম চড়াম করে পেটালে বড়-বড় নাম সামনে আসবে।”
এদিন অনুপম হাজরা নাম না করে একটি ইঙ্গিতপূর্ণ টুইটও করেছেন। তিনি লিখেছেন, “আজ মাগুর শেষ কিন্তু অন্য মাছ আছে।” যদিও এই টুইটের নীচে তিনি লিখে দিয়েছেন, “বাস্তব চরিত্রের সঙ্গে এর কোনও মিল নেই, হলে সেটা নেহাতই কাকতালীয়।” তবে ‘কাকতালীয়’ বললেও অনুপমের এই টুইট রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
…আজ মাগুর শেষ কিন্তু অন্য মাছ আছে ?
(বাস্তবের কোনো চরিত্রের সঙ্গে মিল পেলে সেটি নেহাতই কাকতালীয়) pic.twitter.com/LDqIXGj2Yg
— Dr. Anupam Hazra ?? (@tweetanupam) March 7, 2023
প্রসঙ্গত, বীরভূমে আজও কান পাতলে শোনা যায়, জেলা তৃণমূল সভাপতি থাকাকালীন অনুব্রত মণ্ডলের হুঙ্কারে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। অনুব্রতর নির্দেশে ভোটের লাইনে ভোটারদের গুড়-বাতাসা পর্যন্ত বিলি করা হত এবং এটায় কোনও ভুল দেখতেন না তিনি। এছাড়া বিরোধীদের উদ্দেশ্যে চড়াম-চড়াম পেটানোর কথাও বলেছেন তিনি। তাঁর সেই সমস্ত শ্লোগান ধরেই এবার পাল্টা খোঁচা দিলেন অনুপম হাজরা। যদিও রাজনীতির কারবারিদের দাবি, অনুপম হাজরার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অনুব্রতর হাত ধরে। সেই সূত্রেই অনুব্রতকে কাকু বলতেন অনুপম। বর্তমানে অবশ্য সে সমস্ত অতীত। আজ তাঁরা কেবলই একে-অপরের প্রতিপক্ষ। তাই ইডি আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে দিল্লি নিয়ে আসায় বিশেষ উৎফুল্ল অনুপম হাজরা।