Rahul Gandhi: ‘রাহুল রাম হলে কংগ্রেস কর্মীদের উচিত নগ্ন হয়ে ঘোরা’, কটাক্ষ বিজেপি নেতার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 27, 2022 | 6:24 PM

BJP leader Dushyant Gautam: রাহুল গান্ধী রাম হলে কংগ্রেসের বাকি নেতা-কর্মীদের নগ্ন হয়ে ঘোরা উচিত। মত বিজেপি নেতা দুষ্মন্ত গৌতমের।

Rahul Gandhi: রাহুল রাম হলে কংগ্রেস কর্মীদের উচিত নগ্ন হয়ে ঘোরা, কটাক্ষ বিজেপি নেতার
রাহুল গান্ধী ও কংগ্রেসকে চরম কটাক্ষ বিজেপি নেতার

Follow Us

নয়া দিল্লি: রাহুল গান্ধী রাম হলে কংগ্রেসের বাকি নেতা-কর্মীদের নগ্ন হয়ে ঘোরা উচিত। মত বিজেপি নেতা দুষ্মন্ত গৌতমের। মঙ্গলবার (২৭ ডিসেম্বর), কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সলমন খুরশিদ রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন। যা একেবারেই ভালভাবে নেয়নি গেরুয়া শিবির। বিজেপি নেতা দুশ্মন্ত গৌতম বলেন, “যদি তিনি ভগবান রামের অবতার হন, তাহলে রাহুল গান্ধীর তাঁর সেনাদের বলা উচিত যে তিনি কী সেবন করেন যে তাঁর ঠান্ডা লাগে না। কেন তাঁর সেনা জামা-কাপড় ছাড়া ঘোরে না? কংগ্রেস কর্মীদের নগ্ন হয়ে ঘোরা উচিত। যেরকমটা ভগবান রামের সেনা করেছিল।” উল্লেখ্য, রামায়ণের কাহিনি অনুযায়ী, বানর সেনা নিয়ে লঙ্কা রাজ্য আক্রমণ করেছিলেন ভগবান রাম।

সোমবার, ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে নয়া দিল্লিতে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের সমাধীতে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আরএসএস-বিজেপির চরম সমালোচক হয়েও, আরএসএস-বিজেপির অন্যতম বড় আইকন অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহুল। ডিসেম্বরের দিল্লিতে চরম ঠান্ডার সকাল হলেও, রাহুল গান্ধীর পরণে ছিল শুধুমাত্র একটি সাদা টি-শার্ট। এরপরই চর্চা শুরু হয়, রাহুল গান্ধীর কি ঠান্ডা লাগে না?

রাহুলকে ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্র হিসেবে তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করতে চায়নি কংগ্রেস। প্রাক্তন কং সভাপতিকে ‘যোগী’, এমনকি, ভগবান রামের সঙ্গে তুলনা করা হয়। কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, “রাহুল গান্ধী একজন সুপারহিউম্যান। আমরা যখন জ্যাকেট ইত্যাদি পরেও ঠান্ডায় জমে যাচ্ছিলাম, ভারত জোড়ো যাত্রায় তিনি টি-শার্ট পরে এগিয়ে চলেছেন। যোগীর মতো তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তপস্যা করে চলেছেন।” এরপরই তিনি ভগবান রামের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করে জানান, উত্তরপ্রদেশেও ভারত জোড়ো যাত্রা করা হবে। উল্লেখ্য ভারত জোড়ো যাত্রার প্রাথমিক পরিকল্পনায় উত্তরপ্রদেশে ঢোকার কথা ছিল না যাত্রার। কিন্তু, যাত্রার সাফল্যে উৎসাহিত হয়ে, কর্মসূচি বদলেছে কংগ্রেস।

Next Article