JP Nadda: ‘সামনের বারেই’ পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের গর্জন নাড্ডার

Jyotirmoy Karmokar | Edited By: অংশুমান গোস্বামী

Feb 17, 2024 | 8:06 PM

২০১৯ সালের লোকসভা ভোট থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতা বেড়েছে বিজেপির। গত বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পেলেও, রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে বিজেপি। আগামী দিনে অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের বিষয়ে প্রত্যয়ী বিজেপির সর্বভারতীয় সভাপতি।

JP Nadda: সামনের বারেই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের গর্জন নাড্ডার
জেপি নাড্ডা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন শুরু হয়েছে। সেখানে বক্তৃতা করার সময় পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের স্বপ্ন দেখালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। সেখানেই গত পাঁচ বছরে বিজেপির নির্বাচনী সাফল্য তুলে ধরেন নাড্ডা। একের পর এক রাজ্য জয়ের প্রসঙ্গ যেমন এসেছে তাঁর কথা, তেমনই সাফল্যের নিরিখে পশ্চিমবঙ্গের কথা নিজেই জানিয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল না হলেও বিজেপির শক্তি যে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, তা জানিয়েছেন নাড্ডা। সেই শক্তিতে ভর করেই আগামী নির্বাচনে বাংলার ক্ষমতা দেখলের ডাক দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ধারাবাহিক ক্ষমতা বৃদ্ধির কথা বলছিলেন নাড্ডা। সে সময়ই তিনি বলেন, “আপনারা হয়তো বলবেন আমি শুধু জেতার কথা বলছি। পশ্চিমবঙ্গে আমরা জিততে পারিনি। কিন্তু সেখানে আমাদের ১০ শতাংশ ভোট এবং তিনটি আসন ছিল। এখন আমাদের ভোট হয়েছে ৩৮.৫ শতাংশ। আমরা জিতেঠি ৭৭টি আসন।” এই তথ্য দিতেই প্রধানমন্ত্রী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব করতালি দিতে থাকেন। তা একটু থামতেই নাড্ডার হুঙ্কার, “ওই দিন আর দেরি নেই। সামনের বারের জন্য তৈরি হয়ে যান। সামনের বার আমাদের।”

২০১৯ সালের লোকসভা ভোট থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতা বেড়েছে বিজেপির। গত বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পেলেও, রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে বিজেপি। আগামী দিনে অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের বিষয়ে প্রত্যয়ী বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Next Article