নয়া দিল্লি: রামনবমীতে শিবপুরে উত্তেজনা। আসরে নামে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবিরকে তোপ দাগেন। গত শুক্রবার সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিয়ো দেখান তিনি। সেখানে একটি ভিডিয়োতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তির হাতে পিস্তল রয়েছে। মিছিলে অংশগ্রহণকারীর হাতে পিস্তল থাকবে কেন, সেই প্রশ্ন তোলেন অভিষেক। ওইদিনই সাংবাদিক বৈঠক করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি এই ধরনের কাজকে সমর্থন করে না। যদি সত্যিই পিস্তল নিয়ে কেউ মিছিলে যান, তার বিরুদ্ধে প্রশাসন যেন ব্যবস্থা নেয়। এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বললেন, যে ভিডিয়ো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, তা ভুয়ো।
গত ৩১ মার্চ নিজের টুইটার হ্যান্ডেল থেকেও ভিডিয়োটি পোস্ট করেন অভিষেক। সেই ভিডিয়োতে দেখা যায় পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। শাসক দল প্রশ্ন তোলে, মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বন্দুক কেন? তবে শাসক দলের এই দাবি এবং প্রশ্ন এবার নস্যাৎ করে দিলেন বিজেপি নেত্রী। দিল্লিতে আজ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “অভিষেক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দেখিয়েছিলেন, একজন রিভলভার নিয়ে যাচ্ছে। ভিএইচপি পাল্টা টুইট করে দেখিয়েছেন সেই ভিডিয়োটি ভুয়ো।” এদিকে আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থেকে শুভেন্দু বলেন, অভিষেকের ওই ভিডিয়োর পরিপ্রেক্ষিতে মামলা করবে বিশ্ব হিন্দু পরিষদ।
অভিষেকের টুইট করা ভিডিয়োকে ভুয়ো বলে পাল্টা টুইট করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপির তরফে জানানো হয়েছে, ভিডিয়োতে যে মিছিল দেখা যাচ্ছে তা ওই মিছিলের নয়। সেই ভিডিয়োতে লেখা হয়েছে, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা এই ভিডিয়ো বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত রামনবমীর যাত্রার ভিডিয়ো নয়।” পাশাপাশি আরেকটি ভিডিয়োতে দেখিয়ে দেওয়া হয়েছে, ৩০ মার্চের ভিএইচপি কর্তৃক রামনবমীর মিছিলের আসল ফুটেজ সেটা। ভিএইচপি-র এই ভিডিয়ো টুইট করেছে বঙ্গ বিজেপিও।