BJP Leader Murdered: পার্টি অফিসে বসে দেখছিলেন টিভি, মুহূর্তেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Apr 15, 2023 | 8:04 PM

BJP Leader Murdered: পুলিশ সূত্রে খবর, ঘটনায় যুক্ত রয়েছে তিন দুষ্কৃতী। দুজন পার্টি অফিসের মধ্যে ওই বিজেপিকে নেতাকে মারতে গেলেও একজন পার্টি অফিসের বাইরে বাইকে অপেক্ষা করছিল।

BJP Leader Murdered: পার্টি অফিসে বসে দেখছিলেন টিভি, মুহূর্তেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা
দিল্লিতে খুন বিজেপি নেতা

Follow Us

নয়া দিল্লি: শুক্রবার সন্ধ্যায় পার্টি অফিসে বসে টিভি দেখছিলেন। কিন্তু, কে জানত আর খানিক পরেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হতে চলেছেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিল্লির দ্বারকায় বিজেপির (BJP) দলীয় কার্যালয়ে হানা দেয় দুই দুষ্কৃতী। পার্টি অফিসে ঢুকেই বিজেপি নেতা সুরেন্দ্র মাতিয়ালার উপর ঝাঁপিয়ে পড়ে তাঁরা। বেধড়ক মারধর শুরু করে। এরপরই এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে (BJP Leader Murdered)। একদম কাছ থেকে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে খবর।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় যুক্ত রয়েছে তিন দুষ্কৃতী। দুজন পার্টি অফিসের মধ্যে ওই বিজেপিকে নেতাকে মারতে গেলেও একজন পার্টি অফিসের বাইরে বাইকে অপেক্ষা করছিল। গোটা কাণ্ডের পর ওই বাইকে চেপেই তিনজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। মৃত বিজেপি নেতার ছেলে জানাচ্ছেন, তাঁর বাবার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তাঁর আশা শীঘ্রই অপরাধীদের ধরতে পারবে পুলিশ।

সুরেন্দ্র মাতিয়ালার পরিবার তাঁর খুনের পিছনে কাউকে এখনও পর্যন্ত সন্দেহ না করলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার কারণে এই কাণ্ড ঘটে থাকতে পারে। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে সম্পত্তি নিয়ে ওই বিজেপি নেতার সঙ্গে কয়েকজনের ঝামেলা চলছিল। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দিল্লি পুলিশের তিনটি দল গোটা ঘটনার তদন্ত চলছে। পার্টি অফিসের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের পাকড়াও করার চেষ্টা চলছে।

Next Article