মোরদাবাদ: উত্তর প্রদেশের এক দল পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হল। উত্তর প্রদেশের পড়শি রাজ্য উত্তরাখণ্ডে এই অভিযোগ দায়ের হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের ওই দলটি এক দল দুষ্কৃতীকে ধরার জন্য তাড়া করেছিল। সেই দুষ্কৃতীদের সঙ্গে উত্তর প্রদেশ পুলিশের গুলির লড়াইও হয়। সেই গুলিতেই উত্তরাখণ্ডের এক বিজেপি নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে। এর জেরেই উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম গুরপ্রীত কৌর। তিনি স্থানীয় বিজেপি নেতা গুরতাজ ভুল্লারের স্ত্রী। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে উত্তর প্রদেশের মোরাদাবাদের পাঁচ পুলিশকর্মীও আহত হয়েছেন।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর প্রদেশের পুলিশের একটি দল উত্তরাখণ্ডের জাসপুর এলাকার একটি গ্রামে গিয়েছিলেন। জাফর নামের এক দুষ্কৃতীকে ধরতে পুলিশের দলটি গিয়েছিল সেখানে। জাফর খনি মাফিয়া হিসাবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। জাফরের গ্রেফতারির জন্য ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষিত ছিল। ওই মাফিয়া বিজেপি নেতার বাড়িতে লুকিয়ে আছে বলে খবর ছিল পুলিশের কাছে।
গ্রামে পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। এর পর দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। সেই গুলির লড়াইয়েই গুরপ্রীতের মৃত্যু হয়। উত্তরাখণ্ড পুলিশের অভিযোগ, উত্তর প্রদেশ পুলিশের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি নেতার স্ত্রীর। এর পরই যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ।
এই ঘটনার পর আরও ক্ষেপে যায় গ্রামবাসীরা। তাঁরা চার পুলিশকর্মীকে নিজেদের হেফাজতে রাখে এবং তাঁদের সঙ্গে থাকা বন্দুক ছিনিয়ে নেয়। দুই পুলিশকর্মী নিখোঁজ বলেও জানা গিয়েছে। ঘটনা নিয়ে মোরাদাবাদের সিনিয়র পুলিশ অফিসার সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “ওই দুষ্কৃতীর উপর ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশের দল ভরতপুর গ্রামে পৌছলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এবং গ্রামবাসীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়।” ঘটনার পর নিখোঁজ দুই পুলিশকর্মী এবং পাঁচ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।