Kerala High Court: ‘গণতান্ত্রিক পদ্ধতি মেনেই বিক্ষোভ’, ১২ সিপিএম নেতার বিরুদ্ধে মামলা খারিজ কেরল হাইকোর্টের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 13, 2022 | 7:55 PM

Kerala: ২০০৯ সালে কেন্দ্রের আসিয়ান ফ্রি ট্রেড প্যাক্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল সিপিএম।

Kerala High Court: গণতান্ত্রিক পদ্ধতি মেনেই বিক্ষোভ, ১২ সিপিএম নেতার বিরুদ্ধে মামলা খারিজ কেরল হাইকোর্টের
ছবি: ফাইল চিত্র

Follow Us

তিরুবনন্তপুরম: কেরলের (Kerala) বর্তমান মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন (Pinarayi Vijayan), প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতদানন্দন, পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট সহ ১২ জন সিপিআইএম নেতার বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা খারিজ করল কেরল হাইকোর্ট। ১২ সিপিএম নেতার বিরুদ্ধে বেআইনি জমায়েত এবং দাঙ্গার অভিযোগে মামলা রুজু হয়েছিল। সেই মামলায় কেরল হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারি বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ নয়। কেরল হাইকোর্ট জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতি মেনে কোনও জমায়েতকে কোনওভাবেই বেআইনি বলা যায় না।

ব্যক্তিগতভাবে এক আইনজীবী কেরল আদালতে ১২ সিপিএম নেতার বিরুদ্ধে মামলা করেছিলেন। বিচারপতি বেচু কুরিয়ান থমাস এই মামলা প্রসঙ্গে বলেন, ভারতের সংবিধান ভিন্নমত পোষণের অধিকার দেয়। আর যখন ভিন্নমত পোষণ করার ক্ষেত্রে কারও কোনও ক্ষতি বা সমস্যার তৈরি হয়না, তাঁকে কখনই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়।

২০০৯ সালে কেন্দ্রের আসিয়ান ফ্রি ট্রেড প্যাক্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল সিপিএম। এই আইনের প্রতিবাদে গোটা কেরলের ৫৫০ কিলোমিটার জুড়ে মানবশৃঙ্খল তৈরি করে প্রতিবাদ করেছিল সিপিএম। সিপিএমের দাবি ছিল, এই চুক্তি কেরলের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

সিপিএমের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিরুবনন্তপুরমের আদালতে বিচার বিভাগীয় দায়রা ম্যাজিস্ট্রেটের আদলতে মামলা দায়ের করে ১০ হাজার জন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ভারতীয় দণ্ড বিধির ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ২৮৩ ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে সিপিএম নেতারা সিআরিপিসির ৪৮২ ধারায় কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।

Next Article