Transgender Woman: ‘টাকা চাওয়ার শিক্ষা দিলাম’, ট্রান্সজেন্ডার মহিলার চুল কেটে উল্লাস দুই যুবকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 13, 2022 | 8:11 PM

Harassment: ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট গ্রেস বানু নিজের টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন।

Transgender Woman: ‘টাকা চাওয়ার শিক্ষা দিলাম’, ট্রান্সজেন্ডার মহিলার চুল কেটে উল্লাস দুই যুবকের
ট্রান্সজেন্ডার মহিলাকে হেনস্থা

Follow Us

তুতিকোরিন: ট্রান্সজেন্ডার মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ট্রান্সজেন্ডারকে হেনস্থা করে চুলে কেটে দিয়েছে দুই অভিযুক্ত যুবক। সেই কাজ করে উল্লাস করতেই দেখা গিয়েছে অভিযুক্তদের। এমনকি টাকা চাওয়ার জন্য ট্রান্সজেন্ডার মহিলাদের এই ‘শাস্তি’র ঘোষণাও শোনা গিয়েছে দুই যুবকের মুখে। গোটা ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তামিলনাড়ুর তুতিকোরিনে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট গ্রেস বানু নিজের টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়ো শেয়ার করে জাতীয় মহিলা কমিশনকে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। ১৯ সেকেন্ড দীর্ঘ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে বসে রয়েছেন এক ট্রান্সজেন্ডার মহিলা। এক ব্যক্তি ব্লেড দিয়ে ওই ট্রান্সজেন্ডারের মাথার চুল কেটে নিচ্ছেন। এবং ওই ট্রান্সজেন্ডারকে কটূক্তি করতেও দেখা যাচ্ছে দুই যুবককে। দুই যুবককে বলতে শোনা যাচ্ছে, “দেখুন এদের। এরা ছেলেদের থেকে টাকা চায়। এদের সঙ্গে আমাদের কী করা উচিত? এখন সব শেষ। এদের এবার দেখতে দারুণ লাগছে।” সে সময় কাঁদতে দেখা যাচ্ছে ওই ট্রান্সজেন্ডারকে।

এই ঘটনা নিয়ে অভিযুক্ত যুবকদের গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে তামিলনাড়ু সাউথ জোন পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকদের নাম নোয়া ও বিজয়। ঘটনা নিয়ে তুতিকোরিনের পুলিশ সুপার এল বালাজি সারাভানান বলেছেন, “অভিযুক্ত দুই যুবকই দুই ট্রান্সজেন্ডার মহিলার পরিচিত। তাঁদের সঙ্গে এক যুবকের সম্পর্কও ছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।”

Next Article