BJP on Sandeshkhali: ‘স্বাধীন ভারতে এত ভয়ঙ্কর ঘটনা…’, বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে ছত্রে ছত্রে ‘সন্দেশখালি’

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 18, 2024 | 12:07 PM

BJP on Sandeshkhali: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করে সেই প্রস্তাবে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও দাবি করা হয়েছে বিজেপির প্রস্তাবে। ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে সেখানেও উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ।

BJP on Sandeshkhali: স্বাধীন ভারতে এত ভয়ঙ্কর ঘটনা..., বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে ছত্রে ছত্রে সন্দেশখালি
বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে মোদী, শাহ, নাড্ডা
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: সন্দেশখালি ইস্যুতে তোলপাড় রাজ্য়-রাজনীতি। শাসক-বিরোধী তরজায় প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে বাংলা। তবে সেই আঁচ যে আর উত্তর ২৪ পরগনার একটি গ্রামে সীমাবদ্ধ নেই, তা স্পষ্ট হয়ে গেল বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে। শনিবার থেকে শুরু হওয়া দু দিনের সেই অধিবেশনে একাধিকবার উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর বক্তব্যে উঠে এল সন্দেশখালি। অধিবেশনে যে প্রস্তাবগুলি পেশ করা হয়েছে, তারও ছত্রে ছত্রে রয়েছে সন্দেশখালির কথা। এর থেকে স্পষ্ট, লোকসভা নির্বাচনের আগে বিজেপি কেন্দ্রীয় স্তরে এই ইস্যুকে সামনে রেখে শুধু তৃণমূল নয়, বিজেপি-বিরোধী দলগুলিকেও নিশানা করবে।

শনিবার ও রবিবার দু’দিন ধরে চলবে সেই অধিবেশন। প্রথম যে প্রস্তাব পেশ হয়, সেখানে সন্দেশখালির কথা উল্লেখ রয়েছে। বিজেপি বলছে, সন্দেশখালি থেকে ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে। স্বাধীন ভারতে এত হৃদয় বিদারক ঘটনা আগে কখনও শোনা যায়নি। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের লজ্জা নয়, গোটা মানবজাতির লজ্জা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করে সেই প্রস্তাবে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলেও দাবি করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাব পেশ করেন বিজেপির অন্যতম শীর্ষনেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে সেখানেও উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ। শাহের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। হিংসা ছড়িয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মর্মস্পর্শী ঘটনা ঘটেছে সন্দেশখালিতে। ইন্ডিয়া জোটের দলগুলি হিংসার রাজনীতি করছে, এ কথা বলতে গিয়েই সন্দেশখালির ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অমিত শাহ।

উল্লেখ্য, তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগী বলে পরিচিত নেতাদের বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। গণধর্ষণের মামলা দায়ের হয়েছে শনিবারই। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিবু হাজরাকে।

Next Article