Morbi Bridge Collapse: গুজরাটের ‘অভিশপ্ত’ সেতু দুর্ঘটনায় ১২ জন আত্মীয়কে হারিয়েছেন বিজেপি সাংসদ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 31, 2022 | 10:08 AM

Morbi Bridge Collapse: গুজরাটের মুরবিতে সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই দুর্ঘটনায় পরিবারের ১২ জন সদস্যকে হারিয়েছেন রাজকোটের বিজেপি সাংসদ।

Morbi Bridge Collapse: গুজরাটের অভিশপ্ত সেতু দুর্ঘটনায় ১২ জন আত্মীয়কে হারিয়েছেন বিজেপি সাংসদ
ছবি সৌজন্যে : ANI

Follow Us

গান্ধীনগর: গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ব্রিজে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। সর্বশেষ আপডেট অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ শতাধিক। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এখনও তল্লাশি অভিযান চালু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছে খোদ বিজেপি সাংসদের পরিবারের ১২ জন সদস্য।

রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্য়াণজি কুন্দারিয়ার পরিবারের ১২ জন সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইন্ডিয়া টুডেকে বিজেপি সাংসদ জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় আমি আমার পরিবারের ১২ জন সদস্যকে হারিয়েছি। তার মধ্যে রয়েছে ৫ জন শিশু। আমার বোনের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চালাচ্ছে। উদ্ধারকারী নৌকো ঘটনাস্থালে রয়েছে। কিছুজনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি দেহ মাচ্ছু নদী থেকে উদ্ধারের কাজ চলছে।’

দুর্ঘটনার পরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়ে যায়। দমকল বাহিনী, রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়েন। রাতেই উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগ দেয় সামরিক বাহিনী, বায়ুসেনা, নৌসেনা। সারারাত ধরে চলে উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান। এদিকে গতকালই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি। এত বড় দুর্ঘটনার কারণ খুঁজতে ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। কেন্দ্র ও রাজ্যের তরফে নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

Next Article