Jammu and Kashmir: রিমোট কন্ট্রোল ছিল ইউরোপে, উপত্যকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মডিউল ফাঁস পুলিশের, গ্রেফতার ২

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 31, 2022 | 9:30 AM

Jammu and Kashmir: উপত্যকায় একটি সন্ত্রাসবাদী মডিউল ফাঁস করল জম্মু ও কাশ্মীর পুলিশ। এই সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে ২ জনকে।

Jammu and Kashmir: রিমোট কন্ট্রোল ছিল ইউরোপে, উপত্যকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মডিউল ফাঁস পুলিশের, গ্রেফতার  ২
ফাইল ছবি (সৌজন্যে: PTI)

Follow Us

শ্রীনগর: উপত্যকায় একটি সন্ত্রাসবাদী মডিউল ফাঁস করা হয়েছে বলে রবিবার দাবি করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police)। এই দলের ইউরোপ থেকে এই সন্ত্রাসবাদী দলকে চালনা করা হত। জানা গিয়েছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক পদার্থ আনা হত জম্মুতে। এই ঘটনার সঙ্গে জড়িত দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে।

জম্মুর আন্তর্জাতিক সীমানার কাছে বাসপুর বাংলায় ড্রোনের মাধ্যমে অস্ত্র ফেলা হত। সেই ঘটনার তদন্তে নেমেই এই সন্ত্রাসবাদী মডিউলের (Terror Module) সন্ধান মেলে পুলিশের। হদিশ মেলে এর দুই সদস্য দোদার চান্দের বোস ও ক্যাম্প গোলে গুজরালের শামশের সিংয়ের। আধিকারিক জানিয়েছেন, চারটি পিস্তল, ৮ টি ম্যাগাজিন ও ৪৭ টি গুলি উদ্ধার করা হয়েছে তাদের থেকে। গ্রেফাতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অ্যাডিশেনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ (Additional Director General of Police) মুকেশ সিং (Mukesh Singh) জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় বোস জানিয়েছে, সিংয়ের নির্দেশে সে কাজ করছিল। তাদের জিজ্ঞাসাবাদের সময়ই জানা যায়,এই মডিউলের কোঅর্ডিনেটর ইউরোপের।

মুকেশ সিং বলেছেন,’দু’জনেই (বোস এবং সিং) জম্মুর বলবিন্দর নামে একজন ওভারগ্রাউন্ড ওয়ার্কারের (OGW) সঙ্গে যোগাযোগ রাখছিল। বর্তমানে সে এখন ইউরোপে থাকে।’ তিনি আরও জানিয়েছেন, এই তিনজনই একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জন্য কাজ করছে। তিনি বলেছেন,’বলবিন্দর ভারতের এই দুই অভিযুক্তের সঙ্গে এবং পাকিস্তানের কনসাইনমেন্ট হ্য়ান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখছিল।’

Next Article