নয়া দিল্লি : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক হিংসার (West Bengal Post Poll Violence) অভিযোগ প্রকাশ্যে এসেছে। নির্বাচনের পর বিজেপি (BJP) শিবির থেকে বহুবার হিংসার অভিযোগ তোলা হয়েছে। এবার সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহতোর নেতৃত্বে পদ্ম শিবিরের এক প্রতিনিধিদল মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। পুরুলিয়া সহ বাংলার বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। যদিও রাজ্যের শাসক শিবিরের তরফে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি সাংসদ রাষ্ট্রপতির কাছে নালিশ করেছেন, নির্বাচনের পর থেকে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। তাঁদের ভয় দেখানো হচ্ছে। এমনকী খুনও করা হচ্ছে।
নির্বাচনের পর বিজেপি ক্রমাগত হিংসার অভিযোগ তুলে আসছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন বিজেপি সাংসদরা। উল্লেখ্য, ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং অনেকগুলি অভিযোগ উঠে এসেছে। এরই মধ্যে বঙ্গ বিজেপি শিবির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ঘটনায় ন্যায়বিচারের আবেদন জানিয়েছে। রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে বিজেপির তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে পুরুলিয়ায় এক বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। ভোট-পরবর্তী হিংসার শিকার পরিবারগুলির পক্ষ থেকে আমরা জানাতে চাই, যারা বিগত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল বা বিজেপির হয়ে কাজ করেছিল, ভোট পরবর্তী হিংসায় তাঁদের টার্গেট করা হয়েছে।
A BJP delegation led by West Bengal MP Jyotirmoy Singh Mahato called on President Ram Nath Kovind and apprised him about “the deteriorating law and order situation in his constituency (Purulia) and the state” pic.twitter.com/GOKWrLeAPi
— ANI (@ANI) February 8, 2022
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে, তারপর থেকে চলছে বিরোধী দলের নেতা, কর্মী ও সাধারণ জনগণকে হয়রান করা। রাজনৈতিক হত্যাকাণ্ড চলছে। প্রতিদিনই বিরোধী দলের কর্মী ও সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। এই কারণে আমার এলাকার অনেক মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। বিধানসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছিল, তাদের টার্গেট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একটি বিশাল সংখ্যক মানুষ আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
নয়া দিল্লি : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক হিংসার (West Bengal Post Poll Violence) অভিযোগ প্রকাশ্যে এসেছে। নির্বাচনের পর বিজেপি (BJP) শিবির থেকে বহুবার হিংসার অভিযোগ তোলা হয়েছে। এবার সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind) দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহতোর নেতৃত্বে পদ্ম শিবিরের এক প্রতিনিধিদল মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। পুরুলিয়া সহ বাংলার বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। যদিও রাজ্যের শাসক শিবিরের তরফে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি সাংসদ রাষ্ট্রপতির কাছে নালিশ করেছেন, নির্বাচনের পর থেকে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। তাঁদের ভয় দেখানো হচ্ছে। এমনকী খুনও করা হচ্ছে।
নির্বাচনের পর বিজেপি ক্রমাগত হিংসার অভিযোগ তুলে আসছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন বিজেপি সাংসদরা। উল্লেখ্য, ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে এবং অনেকগুলি অভিযোগ উঠে এসেছে। এরই মধ্যে বঙ্গ বিজেপি শিবির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ঘটনায় ন্যায়বিচারের আবেদন জানিয়েছে। রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে বিজেপির তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে পুরুলিয়ায় এক বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। ভোট-পরবর্তী হিংসার শিকার পরিবারগুলির পক্ষ থেকে আমরা জানাতে চাই, যারা বিগত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল বা বিজেপির হয়ে কাজ করেছিল, ভোট পরবর্তী হিংসায় তাঁদের টার্গেট করা হয়েছে।
A BJP delegation led by West Bengal MP Jyotirmoy Singh Mahato called on President Ram Nath Kovind and apprised him about “the deteriorating law and order situation in his constituency (Purulia) and the state” pic.twitter.com/GOKWrLeAPi
— ANI (@ANI) February 8, 2022
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে, তারপর থেকে চলছে বিরোধী দলের নেতা, কর্মী ও সাধারণ জনগণকে হয়রান করা। রাজনৈতিক হত্যাকাণ্ড চলছে। প্রতিদিনই বিরোধী দলের কর্মী ও সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। এই কারণে আমার এলাকার অনেক মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। বিধানসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছিল, তাদের টার্গেট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একটি বিশাল সংখ্যক মানুষ আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন।