নয়া দিল্লি : ভারতীয় বিচার ব্যবস্থা, বিদেশ নীতি সহ একাধিক বিষয়ে গতকাল বিতর্কিত মন্তব্য করে সংসদ সরগরম করে তুলেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বার্তা দিতে উঠে মোদী সরকারকে তুলোধনা করতে গিয়ে কতকটা নিজের দেশকেই ‘অপমান’ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এরপর থেকেই রাহুল গান্ধীকে জবাব দিতে ময়দানে নামেন বিজেপির তাবড় নেতারা। এরই মাঝে রাহুলের বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভা সচিবালয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। নিশিকান্ত দুবের অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর লোকসভায় বিতর্ক চলাকালীন নিজের মন্তব্যের মাধ্যমে সাংসদ এবং জাতিকে ‘উস্কানি’ দেওয়ার চেষ্টা করেন রাহুল গান্ধী। নিশিকান্ত দুবে নোটিশে মেনে নেন, সংসদে সব সাংসদেরই বলার অধিকার রয়েছে। তবে তাঁর দাবি, সংসদে শালীনতা বজায় রাখা প্রতিটি সদস্যের অন্যতম প্রধান কর্তব্য। সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কিছু বলা উচিত নয় সাংসদদের। এই আবহে রাহুলের মন্তব্য সংসদের ‘অবমাননা’ হিসাবে গণ্য করার দাবি তোলেন নিশিকান্ত।
স্বাধিকার ভঙ্গের নোটিস প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘ভারতীয় ইউনিয়ন এবং এর অঞ্চল সম্পর্কিত মন্তব্য করার জন্য আমি (রাহুল) গান্ধীর বিরুদ্ধে লোকসভা সচিবালয়ে একটি স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিয়েছি। তাঁর বক্তৃতায় তিনি বলেছেন যে ‘ভারতকে রাজ্যগুলির একটি ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে এবং ভারতকে একটি জাতি হিসাবে বর্ণনা করা হয়নি।’ তিনি একটি ফাঁপা, ভিত্তিহীন এবং শিশুসুলভ ভবিষ্যদ্বাণী করার সঙ্গে আরও যুক্তি দিয়েছেন যে তামিলনাড়ুর জনগণ কখনই বর্তমান সরকারের দ্বারা শাসিত হবে না।’
নিশিকান্ত দুবে নিজের নোটিশে উল্লেখ করেন, ‘রাহুল গান্ধীর এই কথাগুলি লাইভ টেলিকাস্টের মাধ্যমে সংসদের অন্যান্য সদস্যদের এবং আমাদের ‘জাতির’ নাগরিকদের ‘উস্কানি’ দেওয়ার একটি প্রচেষ্টা। তিনি বলেছেন যে কোনও রাজ্য সহজেই আমাদের থেকে আলাদা হতে পারে। ‘জাতি’ যদি তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা শাসিত হতে না চায় এবং কোনও নতুন রাষ্ট্র গঠন অথবা রাজ্যের অঞ্চল, সীমানা বা নাম পরিবর্তন করতে চায় তাহলে তা তারা করতে পারে। কারণ বিভিন্ন রাজ্যের মধ্যে ‘আলোচনার’ মাধ্যমে আমাদের দেশ গঠন হয়েছে।’ সংসদে রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাঁকে ‘স্ক্রিপ্ট রিডার’ ও ‘ড্রয়িংরুম পলিটিশিয়ান’ বলেও কটাক্ষ করেন। এদিকে নিশিকান্ত দুবের তরফ থেকে পাওয়া স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রাপ্তির কথা স্বীকার করলেও লোকসভার সচিবালয় এই নোটিশের প্রেক্ষিতে ভবিষ্যত পদক্ষেপ নিয়ে কোনও কিছু বলতে চায়নি।
আরও পড়ুন : India on Beijing Olympics 2022 : গালোয়ান সংঘর্ষের সেনাকে মশালবাহক করেছে চিন, বেজিং অলিম্পিক ‘বয়কট’ ভারতের