Bangladesh Protest: বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই মমতা সরকারের’, সাফ বার্তা প্রাক্তন আইনমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 22, 2024 | 12:37 PM

Ravi Shankar Prasad: ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাঁদের আশ্রয় নিশ্চয় দেব।

Bangladesh Protest: বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই মমতা সরকারের’, সাফ বার্তা প্রাক্তন আইনমন্ত্রীর
বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে টানাপোড়েন।
Image Credit source: PTI ও ANI

Follow Us

নয়া দিল্লি: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়েই বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলার শরণার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেছেন, “অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে, সাহায্য করব”। তাঁর এই মন্তব্য ঘিরেই এবার জোর বিতর্ক। বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ সাফ জানালেন, শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

রবিবার, ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ‘শহিদ দিবস’ পালন করে। ওই মঞ্চ থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাঁদের আশ্রয় নিশ্চয় দেব। কারণ ইউনাইটেড নেশনসের রেজলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেই বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ বলেন, “সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে”। সিএএ প্রসঙ্গ টেনে তিনি আক্রমণ করে বলেন, “গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে, উনি বাংলার দরজা খোলা থাকবে। মমতাজি, আপনিই সেই ব্যক্তি যিনি সিএএ-র বিরোধিতা করে বলেছিলেন যে হিন্দু, শিখ, পার্সি বা খ্রিস্টান রিফিউজিদের বাংলায় ঢুকতে দেবেন না। মমতাজি সবসময় সিএএ-র বিরোধিতা করেছেন, যেখানে সিএএ-র সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনও সম্পর্কই নেই, তা সে হিন্দু হোক বা মুসলিম…”

অখিলেশ যাদব ও রাহুল গান্ধীকেও একযোগে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মমতাজি, অখিল্শ যাদব আর রাহুল গান্ধী সংবিধান নিয়ে কথা বলেন। ওদের কি সংবিধানে অধিকার আছে? ভারত সরকারের অধিকার রয়েছে। রাজ্য সরকারের এই অধিকার নেই।”

 

Next Article